আজকাল বাজার বেদম।সব অভিনয় । বাড়ছে সময়।
বাড়ছে নোংরা, আবর্জনা । টিকিয়ে রাখতে সম্পর্ক -
বাড়ছে মিথ্যে কথা বোনা । দেখিনা তোকে ২ দিন হলো।
বাসটা অনেক দূরেই এলো ; মনটা তবু খুব সেয়ানা ।
দেখছে শুধু তোর ওই মুখ - বাড়াচ্ছে তার কল্পনা ।
বাড়ছে তাই প্রতীক্ষা ।
বাড়ছে,বাড়ছে,বাড়ছে - অস্থিরতা,অস্থিরতা ।
ভুলতে এই খচখচানি,মনের উপর পত্রিকাটা মেলে ধরি ।
ভাবতে থাকি - টিয়ারশেল,বোমাবাজি,আন্দোলন ;
নানান মিথ্যে গল্পকথা , পালটে দেবার ভুল স্বপন ।
ভালোই থাকি । ২-৪ মিনিট,শান্ত মন।
প্রতীক্ষাটা তারপরই যে ভরিয়ে দিচ্ছে সহজ মন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





