মানুষকে আমি ভালোবাসি । মানুষ সবচেয়ে কুৎসিত জেনেও ।
শরীর থেকে সৃষ্টি মানুষের সমস্ত বৈচিত্র্য - সুরেলা গান, কবিতা, কলা ও বিজ্ঞান ।
তবু শরীরকে অঙ্গ প্রত্যঙ্গের জ্যামিতিক বিন্যাস ভাবি না কখনো।
তোমার হাসি ভাবতে মনে ভাসে না ক্লোজআপের সাদা একপাটি দাঁত, অর্ন্তগত ক্যালসিয়াম এবং অন্যান্য বস্তুগত সত্য ।
হাসি আমাকে ফুল চেনায়, চেনায় রঙধনু উচ্ছ্বল বৃষ্টি ও সুন্দরতা ।
বৃষ্টিধোয়া সবুজ, নির্মল নীল, পালকের শুভ্রতা জীবন্ত হয় মানব কেন্দ্রিক ভাবনায়।
মানুষের স্বাদ তাই মানুষের কল্পনার মতোন -
কিছু অঙ্গ এবং প্রত্যঙ্গের প্রক্রিয়ার রসায়ন নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





