কতটা অবিশ্বাস মুছে দিতে পারে দৃশ্য, শব্দ ও স্বাদের স্মৃতি ?
কতটা অবিশ্বাস মানুষ তার জিভ থেকে ছড়াতে পারে মানুষের হৃদয়ে?
একটা নতুন নগর -
একজোড়া আদম এবং ইভ -
ঘুরে ঘুরে চেনা টিয়ার উড়বার কৌশল, ফুল, ঝড়ের আগাম বার্তা, ভিক্ষুক,
অভিনয়, যন্ত্র, হিসাব, ব্যবসা এবং ব্যবসা -
চেখে নেয়া অনেক আলুনি, পানসে, মিষ্টি এবং ঝাল -
এবং কথা বলতে শেখা মুখে-মুখে, হাতে-হাতে এবং তারও পরে নি:শব্দতার গভীরতায় -
সবকিছু হতে থাকে অনেকগুলো ফ্রিজড ফ্রেম -
অবিশ্বাসের রাজ্য কেড়ে নেয় দৃশ্য, শব্দ তারপর দিন - রাত্রি এবং শ্বাস নেবার অবকাশ।
আদম ইভের দিন-রাত্রির তফাৎ মিলিয়ে যায়।
আদম ইভের কথা ফুরিয়ে যায় ।
আদম ইভের ঝগড়া এবং আবিষ্কার ফুরিয়ে যায় ।
আদম ইভ অবিশ্বাসের দাস হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





