তোমায় নিয়ে লিখছি আবার একটু কথা, নতুন গান -
গানের সুরে মাঝদুপুরে রোদ্দুরেরা করে স্নান ।
দু’টো ফড়িং জোড়া বেঁধে উড়তে থাকে একসাথে
তোমার কথা ভেবেই কারো ঘুম ভেঙ্গে যায় মাঝরাতে ।
তুমি একটু ছোঁবে বলেই পাপড়িগুলো চোখ মেলে
হত্যা ইচ্ছা সাফ হয়ে যায় তোমার কথার স্বাদ পেলে ।
ভাঙনগুলো লাগে জোড়া যখন তুমি হাল ধরো
তোমার জন্য প্রেমিক বলে, কাজ নয় আজ - মাফ করো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





