কিছু পত্রিকায় এরকম লেখা পড়েছিলাম, যে, "WorldCup Football এ দেশ যেভাবে পতাকা-য় ছেয়ে যায়, WC Cricket নিয়ে দেশে সেরকম উন্মাদনা নেই!! বাংলাদেশের পতাকা নাকি তেমন ভাবে দেখা যাচ্ছে না সব জায়গায়" !!
But আমার কাছে যেটা মনে হয়, WC Football এ একেক-জন একেক দেশ support করে, সেটা নিয়ে একে-অপর এর সাথে ঝগড়া করে, সমালোচনা করে, পচায়, আর কোন দেশের supporter, তা বোঝাতে সেই দেশের 'পতাকা' টাঙ্গায়!!
কিন্তু WC Cricket এ কোনো বিভাজন নেই, সবাই 'এক দেশ, এক জাতি' হয়ে খেলা দেখে...একটাই team support করে, আর সেটা বোঝাতে ছাদে 'পতাকা' টাঙ্গাতে হয় না, কারন সেই পতাকা-তো সবার হৃদয়ে...লাল সবুজের পতাকা।
আজকে বাংলাদেশ ক্রিকেট team-ও যদি এরকম এক হয়ে খেলতে পারে, তাহলে আমরা হয়তো আবারো সেই ঘটনার(WC 2007-defeat India) পুনরাবৃত্তি দেখতে পাবো, ইনশাআল্লাহ!
Good Luck for Bangladesh!

(Victory moment of Bangladesh against India at World Cup 2007)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




