পাখি ডাকা ভোরে, আলো-আধারীর আবছায়াতে, সবুজ-স্নিগ্ধ ঘাসের বুকে, নরম শুভ্র শিশিরের মধ্যে পা ডুবিয়ে হেটেছ কি কখনও?-----সেই নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম........
বিস্ত্রিত নদীতীরে দাঁড়িয়ে তুমি--দুষ্ট বাতাস লুকোচুরি খেলছে তোমার নীল শাড়ির আচল নিয়ে--দিগন্তের শেষে সবুজের উপর দিয়ে একঝাক পাখির নিড়ে ফেরা--------সেই নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম........
বর্ষার প্রথম দিন-ঝিরিঝিরি, টিপ টিপ তারপর অঝোর বর্ষন-বিস্ত্রিত মাঠ-চারিদিকে সবুজের স্নিগ্ধতা-একগুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে তুমি------সেই নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম........
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




