(আমার হৃদয়-সঙ্গীনির আনুকাব্য অবলম্বনে......)
মধ্যরাতের পরে যখন চারিদিক নীরব-নথর,
কানে বাজে শুধু ঘড়ির একঘেয়ে শব্দ,
বাতাসে কেবল ঘুমন্ত নি:শ্বাসের ঘ্রান----
তখন জেগে উঠে স্মৃতিরা কেবল:
গোপন আলাপনে---কোনও গোপন ভাষার গানে.....
রাতের মেঘেরা ভেসে যায় তখন,
কিংবা রাতের পাখিরা মেলে ডানা;
বহমান সময়ের প্রতিক ওরা সব......
ওদের নিষ্ঠুর-আবিরাম বয়ে চলা;
নীরবে----ঐ দূর-কালো দিগন্তের পানে......
নি:সঙ্গতা কেবল আমার সঙ্গী তখন....
আর স্মৃতিরা সব কান্না হয়ে ঝরে;
একাকী আমি থেকে যাই ধ্রুব-নিশ্চল---
আমার স্মৃতির মত....চিরকালের তরে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




