ভাবি--আমার কি সাইক্রিয়াট্রিস্ট দেখানো দরকার!!!
এমন না যে ভয়ে আমার কাজের এফিসিয়েন্সি কমে গেছে বা এটা আমার দৈনন্দিন কাজ-কর্ম হ্যাম্পার্ড করছে কিন্তু এমন ভয়!!!
ব্যপারটা আসলে এমন---উপরের তলায় রাতে হঠাৎ চেয়ার বা অন্যকিছু টানলো, লাফ দিয়ে উঠলাম--একটু তন্দ্রার মত এসেছিল কেবল...দেখলাম হার্ট ঢুক-ঢুক করছে; বীট মিস্ করছি। ভুল ভাঙলো; বুঝতে পারলাম--না, ভূমিকম্প নয়। কিন্তু পরবর্তি ১ ঘন্টার জন্যে ঘুম হারাম হয়ে গেল।
প্রতিটা মুহূর্ত কাটে এমন ভয়ে...যেখানে যাই, যা করি....মনে হয়, এই বুঝি হল, এই বুঝি শেষ। বাথরুমে গোসল করছি-মনে ভয়-নড়ে উঠল নাকি সবকিছু; রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি-মনে হয় এখনই পরবে ভেঙে পাশের ১২ তলাটা; রাতে শুলাম-ঘুম না আসা পর্যন্ত এই একটা চিন্তাই মাথার মধ্যে.....
বিশেষজ্ঞরা নাকি বলেছেন বড় ধরনের কিছু হলে ২ লাখের মত মারা যাবে, ক্ষয়ক্ষতি হবে অনেক ইত্যাদি ইত্যাদি....আমি আমার সাধারণ বুদ্ধিতে বুঝি---এই শহরে মানুষ দেড় কোটির চেয়েও বেশি, সাত মাত্রার বেশি একটা হলে ইনস্ট্যান্ট মারা যাবে ৫/৭ লাখ, আর চাপা পরে থাকবে ৫/৭ লাখ মানুষ...রাতে হলে এই সংখ্যা আরও বারবে। ঢাকা হবে পরিত্যাক্ত নগরী, ধংসস্তুপ সরিয়ে এটাকে রাজধানি হিসেবে বা এমনি শহর হিসেবেও আর ব্যবহারের উপায় থাকবে না। এরপর হবে দূর্ভিক্ষ, মহামারি; তাতে মারা পরবে আরও কয়েক লাখ মানুষ। যেহেতু দেশটি সম্পূ্র্ণভাবে ঢাকা কেন্দ্রিক, ঢাকা মানেই এর সব---তাই অবস্হা হবে আফ্রিকান কোন দেশের চেয়েও ভয়াবহ। তার উপর মরার উপর খরার ঘা তো আছেই...শুরু হবে ব্যাংক ডাকাতি, লুটপাট.....
মরতেই হবে একদিন....তাতো এড়ানোর নয়...যার যেভাবে কপালে লেখা আছে তার তো সেভাবেই মরতে হবে....ভূমিকম্প হল, একটা কিছু পড়ল মাথার উপর, সাথে সাথে মারা গেলাম---এমন কিছু হলে হয়তো ভয়টা এত লাগত না....আমার ভয় হয় চাপা পড়ব, থাকব আহত অবস্হায়, উদ্ধারের কোন আশাই থাকবে না, সম্ভব হবে না কাউকে উদ্ধার করা--এটা শতভাগ নিশ্চিৎ......তিলে তিলে মরব, পানি না খেতে পেয়ে, ক্ষুধার যণ্ত্রণায়, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, হয়তো আগুনের লেলিহান শিখা জ্বলবে পাশেই দাউ দাউ করে.....একা একা মরব, হয়ত কানে ভেসে আসবে আমারই মত এমন অসহায় কারও আর্তচিৎকার, ব্যাথায় কঁকাতে কঁকাতে আর পানির তৃষ্ঞায় অজ্ঞান হয়ে যাব, আবার জ্ঞান ফিরবে, আবার সেই একই যণ্ত্রণা, সময়ের হিসেব থাকবে না, ব্যাথা-তৃষ্ঞা-ক্ষুধায় মরতে থাকবো তিলে তিলে....চোখে ভাসবে ওর সেই মায়াবী মুখটা, ওর মায়াময় চোখদুটো.. মা-বাবা-ভাই বা বন্ধুদেরও মনে পরবে...কিংবা হয়তো নিজেকে ছাড়া আর অন্য কিছু মাথাতেই আসবে না তখন....কি জানি!!
আমরা--এই নষ্ট শহরের সব যান্ত্রিক মানুষেরা--আমরা সবাই জানি এমন কিছু হলে আমাদের পরিণতি ঠিক এমনই হবে; আমাদের মধ্যে অনেকেই হয়ত এই ভয়াবহতার মধ্যদিয়ে বের হয়ে আসবে সহিসালামতে, বলবে তার কপাল কত ভাল; কেউ হারিয়ে যাবে চিরতরে; কেউবা ধুকে ধুকে....
আমার মনে হয় আমি শেষ দলেরই লোক......এ যেন জল্লাদের তরবারির নিচে মাথা বাড়িয়ে মৃত্যুর প্রহর গোণা......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




