জিয়ার হিট লিস্টে ছিল সাকার নাম
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার একটি "হিট লিস্টে" এক নাম্বারে ছিল ফকা আর দুই নাম্বারে তার বেটা সাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলম ২৮ শে আগষ্ট ট্রাইব্যুনালে দেওয়া জবান বন্দিতে বলেন
" মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান (প্রয়াত রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধে জেড বাহিনীর প্রধান) তাঁদের একটি ‘হিটলিস্ট’ দেন। তাতে ২২ জনের নাম ছিল, প্রথমে ছিল ফজলুল কাদের চৌধুরী ও দ্বিতীয়তে সাকা চৌধুরীর নাম"।
এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী মত (সাজেশন) দেন, সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বিএনপির মধ্যে গন্ডগোল তৈরির জন্য সাক্ষী মেজর জিয়ার নাম বলেছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়। (সুত্রঃ
আজকের প্রথম আলো )।
যেহেতু সাক্ষী বিচারকদের সামনে এইটা বলেছেন আপাতত দৃষ্টিতে এটা সত্য বলেই ধরে নেওয়া হবে। তবে লিখাটা দেখে আমি হাসছি এই ভেবে স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের জন্য ৭১ এর অন্যতম যোদ্ধা জিয়াউর রহমান যার নাম হিট লিস্টে তুলেছিলেন সেই ব্যক্তি আজ তার দলের স্থায়ী কমিটির সদস্য। যদিও ৭৫ পরবর্তী ঘটনায় জিয়াউর রহমানের পক্ষে বিপক্ষে বহুত আলোচনা সমালোচনা আছে তবে ৭১ সালে তিনি যে এই দেশের জন্য একজন খাটি দেশপ্রেমিক হিসেবে যুদ্ধ করেছেন তাতে কারো দ্বিমত থাকার কথা নাহ। আর একজন কমান্ডার হিসেবে তার পক্ষে এই হিট লিস্ট তৈরি করা খুব স্বাভাবিক আর তার চেয়েও বেশি স্বাভাবিক সে লিস্টে সাকার নাম থাকা।
পরিশেষে সেই একই কথা বি এন পির সামনে এখনো সুযোগ আছে এই সকল রাজাকারের বাচ্চাদের লাত্থি মেরে ছুড়ে ফেলার। কাজটা করতে পারলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান তারা আরো সুদৃঢ় করতে পারবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপু তানভীর, ২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৩

যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তাদের নিউড ফিডে গতদুই দিনে একবার হলেও এই ভিডিও ফুটেজটা এসেছে। ফুটেজটাতে দেখা যাচ্ছে একদল পেঙ্গুইনের মধ্যে কিছু সংখ্যক পেঙ্গুইন যাচ্ছে খাদ্যের সন্ধানে পানির দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৪০

২০২২ সালের কথা। মিরপুর ১২ নম্বর, বর্ধিত পল্লবী আবাসিক এলাকা দিয়ে হাঁটছিলাম। খুব স্বাভাবিক একটা রাত। রাস্তায় মানুষজন, রিকশা, গাড়ি—সবকিছু চলছে। হঠাৎ আমার ঠিক সামনে ধপ করে একটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৫৭

ছবি- নিজের তোলা
জীবন, সাধ মৃত্যু।
অপেক্ষা,নিদারুণ ফাঁসের দড়ি।
প্রতিদিন,একটু একটু মরি।
ভালোবাসা,ঘুণে ধরা কাঠের টুল।
ক্ষয়ে ক্ষয়ে করে যায় খুন।
বেঁচে থাকা,আপ্রাণ লড়াই।
ভুলে যাই মূহূর্তে কি চাই!
যন্ত্রণা প্রকৃত ত্রুটি
নইলে কি আর
দোটানায় ভুগি।
ঝুলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিআইএফপিসিএল) শনিবার সকালে খাবারের টেবিলে ৯ কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিতে শুরু করে। একপর্যায়ে জানা যায়, তারা কাউকে না জানিয়েই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৫ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৭

হ্যালো ফারাজা,
তুমি কথার পিঠে কথা বলতে শিখে গেছো! পাঁচ বছরের এক বাচ্চা মেয়ে কি সুন্দর কথা বলছে। মাঝে মাঝে বাবার সাথে রাগ দেখাচ্ছে। বাবার কাছে গল্প শুনতে...
...বাকিটুকু পড়ুন