আমাদের দেশে চলমান বিদ্যুৎ সমস্যার সমাধানে সাহায্য করার জন্য দেশের বিদ্যুৎ গ্রাহকগন সাধারন বৈদ্যুতিক বাতি ব্যাবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি ব্যাবহার করিতে পারেন। নীচের বর্নণা থেকে আপনারা সাধারন বৈদ্যুতিক বাতি এবং বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি র পার্থক্য বুঝিতে পারিবেন।
120 ওয়াট ক্ষমতা সম্পূর্ন একটি সাধারন বৈদ্যুতিক বাতি যে আলো দিবে, একটি 23 ওয়াট ক্ষমতা সম্পূর্ন বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি সমপরিমান আলো দিবে। সুতরাং বুঝতেই পারছেন আপনার বিদ্যুৎ খরছ কত কম হবে।
একটি বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতি প্রায় 15000 হাজার ঘন্টা পর্যন্ত চলে । আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা করে বাতিটি ব্যাবহার করেন তাহলে এটি প্রায় 12 বৎসর পর্যন্ত চলবে।
সাধারন বৈদ্যুতিক বাতির আলো একটু লালছে রংয়ের হয় কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক বাতির আলো সম্পূর্ন সাদা রংয়ের হয় ।
তবে অত্যাধিক গুন সম্পূর্ন এই বৈদ্যুতিক বাতির মূল্য সাধারন বৈদ্যুতিক বাতির চেয়ে কয়েকগুন বেশী। তবে এককালীন বেশী মূল্য দিয়ে কিনলেও পরবতর্ীতে আপনি অনেক সাশ্রয় করিতে পারিবেন।
বিস্তারিত জানার জন্য নীচের ওয়েব সাইটি ঘুরে দেখতে পারেন। [লিংক=িি.িড়ংৎধস.পড়স][/লিংক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




