প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আজকাল শহরের গন্ডি পেরিয়ে গ্রামেও বিস্তার লাভ করেছে। পল্লী অঞ্চলে যে খানে গ্যাস লাইন এখনও যায় নাই সে খানে অবস্থাসম্পূর্ণ লোকেরা সিলিন্ডার ভর্তি গ্যাস ব্যাবহার করে থাকেন। তাছাড়াও প্রবাসে অবস্থান কারী প্রায় সকলেই রান্নার কাজে গ্যাস ব্যাবহার করে থাকেন।
এই গ্যাস ব্যাবহারের ফলে আমাদের জীবনে যেমন স্বাচ্ছন্দ্য এসেছে তেমনি অসর্তকতা বশতঃ এর সামান্য ভূল ব্যাবহারের জন্য আমাদের জীবনে নেমে আসতে পারে বিষাদের কালো ছায়া। তাই এই গ্যাস ব্যাবহারের পূর্বে আমাদেরকে এর সর্তকতা সম্পর্কে জানা অতি জরুরী।
আমি নিম্নে কিছু সর্তকতা টিপস লিখলাম যদি কারো এর চেয়ে বেশী জানা থাকে তাহলে অনুগ্রহ করে মন্তব্য অংশে লিখুন।
১) বিনা প্রয়োজনে গ্যাসের চুলা কখনো জ্বালিয়ে রাখবেন না,এতে যেমন গ্যাসের অপচয় হয় তেমনি বয়স্কদের অনুপস্থিতিতে বাচ্চারা বিভিন্ন ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে।
২) রান্নাকরা শেষ হলে চুলার ভাল্বটি ভাল করে বন্ধ করুন যাতে করে গ্যাস কোন অবস্থাতেই লিক না করে।
৩) প্রতিবার পাকঘরে এসে চুলা জ্বালানোর আগে চুলাটি ভাল ভাবে চেক করে নিন এর ভাল্বটি পুরোপুরি বন্ধ ছিল কিনা? আপনার অনুপস্থিতিতে ছোট বাচ্চারা বা পারিবারিক শত্রুরা বা অন্য কেউ ভূল বশতঃ চুলার ভাল্ব টি খুলে রাখতে পারে। আর এই অবস্থায় আপনি যদি চুলার আশে পাশে দেয়াশলাই কিংবা লাইটার দিয়ে আগুন জ্বালান তাহলে সেকেন্ডের মধ্যে পুরো ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে এবং সেই আগুন আপনাকে সহ ঘরের সবাইকে জ্বালিয়ে মারতে পারে।
৪)পাক ঘরে প্রবেশ করে যদি গ্যাসের কোন গন্ধ পান তাহলে কোন প্রকার বৈদ্যুতিক সুইচ অন /অফ করিবেন না, এবং মোবাইল ফোন ব্যাবহার করিবেন না। বৈদ্যুতিক সুইচ অন/অফ করার সময় এর মধ্যে ছোট স্পার্ক হয় আর যদি আপনার ঘরের বাতাসে গ্যাস বিদ্যমান থাকে তাহলে ঐ স্পার্ক অনায়াসে গ্যাস যুক্ত বাতাসে আগুন ধরিয়ে দিতে পারে। বাতাসে গ্যাস বিদ্যমান থাকা অবস্থায় মোবাইল ফোনে কল রিসিভ করলেও বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে ।(এই ব্যাপারে আরো জানার জন্য মোবাইল ফোনের Users Guide এর Safety precautionary অংশে দেখুন)।
৫) চুলা থেক সিলিন্ডার নিরাপদ দুরত্বে রাখুন, সম্ভব হলে সিলিন্ডার ঘরের বাহিরে রাখুন।
৬)চুলা স্থানান্তর করে নতুন জায়গায় বসানোর পর এর সংযোগ লাইন গুলো প্রথমে সাবানের ফেনা দিয়ে এবং পরে এক টুকরা কাগজে আগুন জ্বালিয়ে ভলমত লিক চেক করে নিন।
৭) আপনার পাক ঘরের জানালা (বা ventilation system) সব সময় খোলা রাখুন যাতে করে পর্যাপ্ত পরিমান বাতাস সঞ্চালন হতে পারে।
৮)গ্যাসের সিলিন্ডার কখনো উল্টা করে ব্যাবহার করিবেন না। পাক করার পর সিলিন্ডার ভালভাবে বন্ধ করুন।
৯)সিলিন্ডারের pressure Regulator ঠিক মত কাজ করছে কিনা দেখে নিন।
১০) গ্যাসের সিলিন্ডার সব সময় তাপমুক্ত জায়গায় সরাসরি সূর্যের আলো থেকে দুরে রাখতে চেষ্টা করুন।
মনে রাখবেন আপনার সামান্যতম ভূল বা অলসতা আপনার বা আপনার পরিবারের সদস্যদের জীবনে নিয়ে আসতে পারে চরম দূঘর্টনা যা একটু সচেতন হলেই এড়িয়ে যাওয়া সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




