অভিভাবক: এনাম
যোগাযোগ: ০১৭১০৪২৫৪৬২
রোগীর নাম: আবু নাঈম
সোহরাওয়ার্দী হাসপাতাল
৩ তলা (শিশু ওয়ার্ড)
ওয়ার্ড নাম্বার: ৭
বেড নাম্বার: ১৯
অসহায় দরিদ্র পিতার সন্তানকে বাঁচাতে মানবিক আবেদন।
উপরোক্ত শিশুটি Nephrotic Syndrome (কিডনী জনিত) ব্যাধীতে ৬ মাস পূর্ব হতে আক্রান্ত হয়ে বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতাল এ চিকিৎসারত।
ডাক্তার এর ভাষ্যমতে মেডিসিন এর সাহায্যে আরাগ্য লাভের প্রক্রিয়া ব্যর্থ হলে কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন।
দরিদ্র অসহায় পিতা গত দীর্ঘ ৬ মাস ব্যাপী চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে বর্তমানে নিঃস্ব।
এই কোমলমতি শিশুটিকে বাঁচাতে কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি সাহায্য পাঠাতে চান , সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ আলমগীর
সঞ্চয়ী হিসাব নম্বরঃ ৩৭৪৯
অগ্রনী ব্যাংক
টমসন ব্রীজ শাখা
কুমিল্লা
আমি ব্যক্তিগত ভাবে সকল ব্লগারদের নিকট ক্ষমাপ্রার্থী পোষ্টটি রিপোষ্ট দেয়ার জন্য। এই মাত্র হাসপাতাল থেকে শিশুটিকে দেখে এসে পোষ্টটি পুনসম্পাদন করতে গিয়ে ভাবছিলাম, ব্লগারদের সম্মিলিত চেষ্টায় আপাত অসম্ভব অনেক কিছুই যে সম্ভবপর হয়ে উঠতে পারে তা আমার বিগত ১-২ বছর এর ব্লগ পাঠ এর অভিজ্ঞতা থেকেই দেখেছি। সাম্প্রতিক ইউল্যাব এর নিকট ইভ টিজিং এর ঘটনা ও তা নিয়ে ব্লগ পরিবার এর সামগ্রিক প্রচেষ্টাই অন্যতম উদাহরন। তাই ব্লগ পরিবার এর একজন সদস্য হিসেবে আমি সকল ব্লগার এর সহায়তা কামনা করছি উক্ত শিশুটিকে আবার ও সুস্থ সবল হয়ে এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




