১) বিদ্যালয়ের নিয়ম মানাইতে না পারাটা বিদ্যালয়ের ব্যর্থতা মূল, শিক্ষার্থীর ব্যর্থতাটা গৌণ।
আর পিটিয়ে বা বহিস্কার করে নিয়ম মানানোটা পুলিশী এক্টিভিটিজ। পুলিশী এক্টিভিটিজের বাইরে থেকে শিক্ষণ-শিখন কার্যক্রমের মাধ্যমে নিয়ম শেখানোর জন্যই ভালো বিদ্যালয়।
কিন্তু বিদ্যালয়সমূহ পুলিশী এক্টিভিটিসের মাধ্যমে নিয়ম মানাইয়া সুনাম পায়, বা আমরা দেই, কারণ নিয়ম মানানোর পদ্ধতিটা আমাদের কাছে গৌণ হয়ে নিয়ম শেখাটাই মূখ্য হয়ে গেছে।
শুধু সমাজ কটু কথা কইবে বলে নিয়ম শিখাইতে থানায় পাঠাই না, কিন্তু থানার নাম বিদ্যালয় দেখে শিক্ষার্থীকে নিয়ম মানতে পাঠাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


