অনেকে বেপরোয়াভাবে চালায়। প্রায়ই অ্যাকসিডেন্ট করে। কেউ পঙ্গু হয়, কেউ মারা যায়। কেউ ট্রাফিক পুলিশের খপ্পরে পড়ে। সবকিছু থেকে বাঁচার উপায় কী জেনে রাখা ভালো। কাজে লাগবে।
ট্রাফিক পুলিশের খপ্পর থেকে বাঁচার উপায় :
চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে-
১। মোটরসাইকেলের লাইসেন্স। [১৪০০০ক্ট টাকা লাগে]
২। ড্রাইভিং লাইসেন্স। [২৫০০ক্টটাকা ও প্রশিক্ষণ লাগে]
৩। ইনস্যুরেন্স। [২২৫ টাকা লাগে]
৪। হেলমেট। [ ৫০০ থেকে উপরের দিকে বিভিন্ন দামের আছে ]
এই চারটি জিনিসের একটিও যদি না থাকে তবে ট্রাফিক পুলিশ আপনাকে ধরবে। জরিমানা করবে বা মামলা দেবে। চারটি জিনিসই যদি না থাকে তবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা জরিমানা করতে পারবে। অথবা মোট ৪টি মামলা দিতে পারবে। এটা রোড ট্রান্সর্পোট অথোরিটির বিধান। সেজন্য অবশ্য অবশ্যই ওই চারটি জিনিস না নিয়ে মোটরসাইকেল রোডে নেয়া উচিত নয়। তবে গোটা কয়েক টাকা (২০০-৫০০/=) ঘুষ দিলেও ওরা অনেক সময় খুশি হয়, যদিও এধরনের কাজ করা উচিত নয়। নিজের ব্যক্তিত্ব ও মর্যাদা নিয়েই চলা উচিত। অত টাকার মোটরসাইকেল কিনে ক’টা টাকার জন্য পুলিশের কাছে অপমানিত হওয়া খুব অসম্মানজনক। তাই চারটি জিনিস সাথে নিয়ে তবেই মোটরসাইকেলে উঠুন।
দুই জনের বেশি মোটরসাইকেলে ওঠাও বেআইনি। উঠলে পুলিশ জরিমানা করতে বা মামলা দিতে পারবে।
বি. দ্র. :অ্যাকসিডেন্ট ও বড় রকমের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উপায় আগামীকাল প্রকাশ করব রাত দশটায়, ইনশাল্লাহ্ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




