পালা গানের ক্যাসেটে এই কাহিনীটি আগেও শুনেছি। বিশেষ করে নাপিতের দোকানে চুল কাটাতে গিয়ে। কখনো খেয়াল করে শুনি নাই। লালনে এই গানটাও আগে শুনেছিলাম। কিন্তু আজকের মতো আর হয় নাই। ইতিমধ্যে একনাগাড়ে প্রায় দশবার শুনেছি। তারপরও পিয়াস মিটছে না। ফকির লালন কি জাদু করলেন.......
গানটি শ্রী কৃষ্ণ'র ননী চুরি নিয়া হইলেও মনে হয় লালনের নিজের জীবনের কথা যেন। নাকি অন্য কোন তাৎপয্য আছে? বিশেষ করে এই লাইনটা 'পরের মাকে ডাকবে লালন,তোর গৃহে আর থাকবে না মাগো, তোর গৃহে আর থাকবে না'... কেমন যেন লাগে।
বলি মা তোর চরণ ধরে ২
ননী চুরি-ই আর করব না
আর আমারে মারিস নে মা ৫
(ননীর জন্যে আজ আমারে
মারলি মাগো বেধে ধরে) ২
দয়া নাই মা তোর অন্তরে…এ.. ২
সাল পেতেই গেল জ্বালা ২
(পরে মারে পরের ছেলে
কেদে যেয়ে মাকে বলে) ২
সেই মা জননী নিষ্ঠুর হলে..এ .এ.
কে বোঝে শিশুর বেদনা ২
আর আমারে মারিস নে মা ৩
(ছেড়ে দে মা হাতের বাধন
যাই যে দিকে যায় দুই নয়ন) ২
পরের মাকে ডাকবে লালন ২
তোর গৃহে আর থাকবে না মাগো
তোর গৃহে আর থাকবে না
আর আমারে মারিস নে মা
বলি মা তোর চরণ ধরে ২
ননী চুরি-ই আর করব না
মাগো ননী চুরি-ই আর করব না
আর আমারে মারিস নে মা ৩
লিরিকটি এখান থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৮