প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সেরা সোশ্যাল মিডিয়া Facebook কিনে নিচ্ছে আর এক সোশ্যাল ম্যাসেজিং নেটওয়ার্ক WhatsApp কে! গতকাল প্রকাশিত ফেসবুকের এক নিউজেই এ কথা বলা হয়েছে। এই ১৬ বিলিয়ন ডলারের মধ্যে থাকছে ৪বিলিয়ন ডলার ক্যাশ এবং বাকি ১২ বিলিয়ন ডলার মূল্যের ফেসবুক শেয়ার।
WhatsApp একটি মোবাইল ম্যাসেজিং সার্ভিস যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এক ব্যবহারকারী অন্য ব্যবহারকারীকে বিনামূল্যেই এসএমএস পাঠাতে পারে। এটিতে বর্তমানে প্রায় ৪৫০ মিলিয়ন লোক রেজিষ্টারর্ড আছে এবং এর প্রায় ৭০% মানুষই প্রতিদিন এটি ব্যবহার করে। শুধু তাই নয়, WhatsApp দিয়ে প্রতিদিন পাঠানো মোট ম্যাসেজ সাধারণ মোবাইল অপারেটর দিয়ে পাঠানো মোট ম্যাসেজেরই প্রায় সমান।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয় এই acquire এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই ভবিষ্যতে মানুষ আরও সহজে যোগাযোগ করতে পারবে। এ বিষয়ে ফেসবুকের সিইও মার্ক বলেন, “WhatsApp ১ বিলিয়ন মানুষের সাথে কানেক্টেড হতে যাচ্ছে। যা একটি সার্ভিসের জন্য প্রচন্ড মূল্যবান। আমি Jan কে অনেকদিন থেকেই চিনি, এবং তার সাথে পার্টনার হতে পেরে আমি খুশি”।
অপরদিকে WhatsApp এর সিইও জ্যান বলেন, “এটি প্রচন্ড ভাবে ব্যবহারকারীর সাথে সম্পর্কযুক্ত এবং দ্রুত বর্ধমান। এটি পরিচালিত হয় সাধারণ কিন্তু শক্তিশালী ক্ষমতা দ্বারা। আমরা ফেসবুকের সাথে কাজ করতে পেরে খুশি এবং সম্মানিত বোধ করছি।”
ফেসবুকের প্রেস রিলিজে জানা যায় WhatsApp এর সিইও এখন থেকে ফেসবুকের একজন ডিরেক্টর হিসাবে কাজ করবেন। এবং WhatsApp এর বর্তমান হেডকোর্ডাটার এর জায়গাতেই থাকবে। সাথে সাথে আরও বলা হয় ফেসবুকের মোবাইল ম্যাসেজিং এপও যথারিতি চলবে।
এ খবর ফেসবুকের নিউজে আসবার সাথে সাথেই সারা পৃথিবীতে এনিয়ে সব গনমাধ্যমে বেশ সাড়া পড়ে যায়। বিভিন্ন টেকনোলজি ব্লগ এটি নিয়ে রিপোর্ট ও লেখা প্রকাশ করে। তবে সবার আশা WhatsApp তার নিজের মতই গতিশীল থাকবে এবং ফেসবুকের সাথে এই চুক্তির ফলে সাধারণ ব্যবহারকারীরা যেন কোন রকম ক্ষতিগ্রস্থ বা অসুবিধায় না পড়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






