তারপর,
তারপর তুমি চলে গেলে,
চলে গেলে ধুসঢ় বিকেলে একা বিচ্ছিন্ন রেখে-
এরপর সন্ধ্যা, মধ্যরাত-
কতরাত্রি যাপনে কেটে যায় কতকাল।
লোকে বলে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফেরে না,
অদ্ভুত!
তারা জানেনি অপেক্ষা সবসময় আক্ষেপ বয়ে আনেনা-
তারা গভীর কালো মেঘের পরে বৃষ্টি দেখেছে,
কিন্তু চোখ মেলে রঙের ছোয়ায় আকা রঙধনু দেখেনি!
#May_10_2k17
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




