শুরু করলাম আমার ওয়েবসাইট। ওয়েব অ্যাড্রেস www.hassanbipul.com।
সহজ চেহারায় সাইটটি রাখতে চেয়েছি। ফলে জবরজং কোনো ডিজাইন এখানে রাখা হয়নি। এর ফলে টেকনিকাল সুবিধা পওয়া যাবে, সাইটটি লোড হতে সময় কম লাগবে।
পের্টফোলিও অংশে থাকবে আমার তোলা বিভিন্ন অ্যাসাইনমেন্টের (সেটি পয়সার বিনিময়ে হোক বা নিজের জন্য করা অ্যাসাইনমেন্ট হোক) ছবি থাকবে।
ফটোগ্রাফি বিষয়ে বেশ কিছু আর্টিকল আমার লেখা হয়েছে। এর অনেকগুলো সামহয়্যারে আমার ব্লগে প্রকাশও হয়েছে। এখন থেকে আমার সে আর্টিকলগুলি প্লাস নতুন আর্টিকলও যোগ হতে থাকবে রাইটআপ নামের লিংকের অধীনে।
আর ব্যক্তিগত সাইটে যে তিনটি লিংক কমন থাকে নিজের সম্পর্কে কথাবার্তা থাকবে অ্যাবাউট লিংকে, যোগাযোগের ঠিকানা আর অ্যাসাইনমেন্ট বিষয়ক তথ্য থাকছে আরো এক দুইটি লিংকে।
এই হলো সাইট।
এ বিষয়ে আপনাদের পরামর্শ, উপদেশ, গাইডলাইন চাইছি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫