তখন ভোরের কাগজে কনট্রিবিউটিং করি। কনট্রিবিউটিং মানে হলো, স্টাফ না, কিন্তু ফিচার পাতায় লেখা জমা দেই, সে লেখা ছাপা হলে মাস শেষে লেখক সম্মানী পাই। সময়টা ১৯৯৬ সাল।
সেই সময়ে ভোরের কাগজ অফিসে মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে। কারণ কি? কারন সে সময়ের সম্পাদক মতি ভাই হাসিমুখে এসে আমাদের খবর দিলেন পত্রিকাটির সার্কুলেশন তখন এক লাখের মাইলস্টোন পেরিয়েছে। বাংলাদেশে তখন সার্কুলেশন হিসেব করলে ভোরের কাগজ ৪ নম্বর পত্রিকা।
সে ঘটনাটি অসম্ভব রকম আলোড়িত করেছিল আমাকে। স্টাফ না হলেও নিজের পত্রিকা মনে করে ভালো লেগেছিল।
আজ তেমন আরেকটি ঘটনা দেখলাম। এখন কাজ করি বিডিনিউজে। পুরো নাম বিডিনিউজটোয়েন্টিফোরডটকম। এ প্রতিষ্ঠানটি অনলাইন ভিত্তিক সংবাদ প্রকাশনা। ফলে এখানে সার্কুলেশনের সংখ্যা হিসেব করার কোনো উপায় নেই। যেটি আছে তা হলো ওয়েবসাইটটি প্রতিদিন কতোজন করে ভিজিটর পায় সেই হিসাব।
সারা দুনিয়ায় এ হিসাবটি রাখার জন্য একটি প্রতিষ্ঠান আছে যার নাম অ্যালেক্সা। সেই অ্যালেক্সার হিসাব দেখাচ্ছে বাংলাদেশে আমাদের দেশী (মানে বাংলাদেশ থেকেই পরিচালিত হয় এমন) ওয়েবসাইটগুলোর মধ্যে বিডিনিউজ এখন দৈনিক ভিজিটরের হিসেবে প্রথম অবস্থানে রয়েছে।
এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট নতুন চেহারায় এসেছে সম্প্রতি। আরো বেশ কিছু ফিচার শীগগিরই যোগ হবে। প্রতিজন কর্মীর খাটুনি বেড়ে গিয়েছে অনেক। আজকের এই ঘটনাটি যেন সে পরিশ্রমের ফল বলেই মনে হচ্ছে।
না, সেই ভোরের কাগজের মতো করে এখন কোনো উৎসব পালন করছে না বিডিনিউজ। তবে আনন্দটি ঠিকই টের পাওয়া যাচ্ছে প্রতিজন কর্মীর চেহারায়।
আমার ব্যক্তিগত অনুমান প্রযুক্তি সচেতন এবং বাংলায় লেখালেখি করেন এমন প্রায় সবাই সামহয্যারে ব্লগিং করেন। সে সচেতন ব্লগারদের অনেকের লেখাতেই, বিশেষ করে চলতি সংবাদ, ব্রেকিং নিউজ বিষয়ক পোস্টে বিডিনিউজের রেফারেন্স পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আমার মনে হয় এটি বিডিনিউজের প্রতি আপনাদের আস্থার প্রকাশ। সে জন্য সবার আগে আপনাদের সঙ্গেই এ আনন্দ সংবাদটি শেয়ার করতে ইচ্ছে হলো।
ভালো থাকুন সবাই।
ছোট্ট একটি আনন্দ সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
কোমলমতিদের থেকে মুক্ত না'হলে, ড: ইউনুসকে আমেরিকাও টিকায়ে রাখতে পারবে না।
কোমলমতিদের সম্পর্কে আমি সামুতে লিখে আসছি আন্দোলনের শুরু থেকে, এরা "সাধারণ ছাত্র" নয়। এখন ২ মাস পর, দেশের বেশীরভাগ মানুষ এদের চিনে ফেলেছে। ড: ইউনুস যদি এদের থেকে... ...বাকিটুকু পড়ুন
মতামত জানতে চাই
ছবির এই উক্তিটি প্রসঙ্গে ব্লগে কিছু মানুষের মতামত জানতে চাই। এই কথাগুলিই যদি কেউ যুক্তি দিয়ে বলতে চায়, তাকে তারা ভারতের দালাল হিসেবে অবিহিত করে। এই পোস্টে এরকম... ...বাকিটুকু পড়ুন
শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা
মহাকাশ বিজ্ঞান নাসা’র মহাকাশযান ছুটে চলেছে মহাকাশের অনন্ত পথের দিকে। হয়তো, আজ কাল পরশু অথবা অযুত লক্ষ নিযুত কোটি বছর পর - হয়তো কোনো একদিন প্রমাণ হবে - আদি... ...বাকিটুকু পড়ুন
=গোলাপী পাপড়িতে লিখে রাখি আল্লাহর নাম=
আমি মুগ্ধতায় হই বিভোর,
তাঁর দয়াতেই দেখি নিত্য আলো ফুটা ভোর,
আমি স্নিগ্ধ আবেশ গায়ে মেখে মুখে নিই আল্লাহর নাম,
কী সুন্দর সৃষ্টি তাঁর, কত নিয়ামতে ভরা এই ধরাধাম।
ফুল ভালোবাসি, জলে ভাসা শাপলা... ...বাকিটুকু পড়ুন
ম্যাজিষ্ট্রেট তারাসসুম কি সামুর পোষ্ট পড়ে পালালো?
নারী ম্যাজিষ্ট্রেট তারাসসুম প্রাণ ভয়ে পালিয়ে গেছেন; সামুর কয়কজন ব্লগার উনাকে দোষী করে পোষ্ট দিয়েছিলেন, অনেকে মন্তব্য করেছেন যে, ম্যাজিষ্ট্রেট তারাসসুম অপরাধ করেছে। আসলে, সরকারের... ...বাকিটুকু পড়ুন