ধাক্কা
জীবন পথের গন্ডি পেরুতে কেউ নিজেকে ভাবে পাক্কা
পাশ কাটিয়ে কেউ পৌছে যায় গন্তব্যে
কেউ মুখ থুবড়ে পড়ি খেয়ে ধাক্কা।
ছোট খাট ভুল সুধরে নিই কেউ
মুষড়ে পড়ি কেউ হাল ছেড়ে দিয়ে,
কেউ বা চলি যুগের হাওয়ার তালে
সর্বশান্ত হয়েও তবু গর্ব করি নিজেকে নিয়ে।
হারাতে হারাতে সব হারিয়েও
শেষে এসে পায় শেষ রক্ষা,
জীবন সাগরের গহীন জলে
সাতার কেটেও কেউ পায় অক্কা।
এমনি মোদের ধাবমান যানটির
গতি ফেরাতে ব্যস্ত চক্ষু মেলে,
নিশ্চয়তা তার কতটুকুই বলো
আশা নিরাশার দোলায় দুলে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




