এসিদগ্ধ নারী (শেখ মিজান)
আমি এক এসিডদগ্ধ নারী
বদনখানী আমার ঝলসে গেছে
আমার পৃথিবী মিথ্যে হয়েছে
কাল রাতের সেই দুঃস্বহ স্মৃতি
ভুলিতে কি পারি ?
আমি এসিডদগ্ধ নারী।
শিয়াল, কুত্তায় আমার আশার ইতি টেনেছে
কত লোলুপ দৃষ্টি আঘাত হেনেছে
চরিতার্থ করতে পারিনি ওদের কামনা
হতে দেয়নি আমাকে কুলটা ব্যাভিচারী
আমি এসিডদগ্ধ নারী।
কত প্রলোভনের কিসসা শুনিয়ে
ভেবেছিলো ওরা নেবে আমাকে বশ মানিয়ে
ওদের সে আশায় ছাই পড়েছে
পরাজয় ওদেরই, আমি নহি হারি
আমি এসিডদগ্ধ নারী।
আমাকে দেখে তোমরা মুখ মুখ ফিরায়োনা
আমার প্রাণের আকুতি কি শুনতে পাওনা
কত বেদনা সেখানে গুমরে মরে
কত স্বপ্ন আজ বিদায়ের পথ ধরে
বিলীন হয় নিয়ত কত সোনালী দিন
বলে দাও আমি কি করি ?
আমি এসিডদগ্ধ নারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




