আজ আমি অনেক বদলে গেছি! এতটাই বদলেছি যে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। আজকের এই সাজ্জাদ আর কিছু দিন আগের সাজ্জাদের মধ্যে কতো অমিল সেটা আমার মন জানে। যতবারই দুঃখগুলোকে এড়িয়ে সুখের সন্ধান করেছি ততবারই কষ্টগুলো আমাকে আরও নিবিড় ভাবে ঘিরে ধরেছে, যতবারই মন খোলে হাসতে চেয়েছি ততবারই দুর্বিসহ স্মৃতিগুলো আমাকে নাড়া দিয়েছে। তারপরও পরাজয় মেনে নেয় নি, থেমে থাকি নি। বৃষ্টির মাঝে নিজের কষ্টগুলোকে বিলিয়ে দিয়েছি আর ভেবেছি ওই সব আমার চোখের জল নয়, বৃষ্টির কান্না। যতবারই নীরব নির্ঘূম রাত কাটিয়েছি ততবারই ভেবেছি আমার কিছুই হয়নি, আমি নীরব রাতের সংগী মাত্র। কিন্তু আজ আমি পরাজিত। আর কষ্টগুলোকে দূরে রাখতে চায় না। চায় কষ্টগুলো আমার কাছে আসুক, আঘাতের পর আঘাত করে আমাকে এলোমেলো করে দিয়ে যাক, জমানো স্বপ্নগুলোকে কাচেঁর মত চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে যাক কারন আজ আমি তোমাকেই ভালবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কষ্ট পেতে চায়, অনেক কষ্ট। এতো সহজে আমি তোমাকে পেতে চায় না। এতো সহজে পেয়ে গেলে হয়তো তোমাকে ততটা বুঝতে পারব না, নিজের সব ভালবাসাকে তোমার জন্যে উজাড় করে দিতে পারব না। তুমি হয়তো আমাকে কখনোই কাছে যেতে দেবে না, ভালবাসবে না। তারপরও আমি কষ্টগুলোকে ধরে রেখে তোমার প্রতীক্ষায় থাকব, কষ্টের আগুনে জ্বলতে জ্বলতে নিজের ভালবাসাকে আরও নিখাদ করব যেন মনের গহীনে জমানো সমস্ত ভালবাসা নিয়ে আমি তোমার কাছে যেতে পারি যদি তুমি কখনো চাও।
জানি না হঠাৎ করে কিভাবে তোমাকে এতোটা ভালবেসে ফেলেছি। জানি না কেনই বা নিজের সব ভালবাসা আর অনুভুতি গুলোকে এভাবে তোমার জন্য বিলিয়ে দিছ্ছি। জানি আমি হয়তো ভুল করছি। তারপরও আমি তোমাকেই ভালবাসব কারণ কল্পনার প্রতিছ্ছবিতে আমি তোমাকেই খুজেঁ পায়, স্বপ্ন আর বাস্তবতাগুলো আজ তোমাকেই চায়। তাই তো আজ আমি কষ্ট পেতে ভালবাসি,তোমাকে পাওয়ার কষ্ট।সত্যিই কষ্টের জন্য আজ আমার অনেক ভালবাসা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




