সানির বয়স আর কত হবে.....চার কি পাচ। সারাক্ষন পটর পটর করতেই থাকে। অনেকদিন পর চাচার বাসায় বেড়াতে এসেছে। তার দুজন চাচাতো বোন মিনু আর তিনু। দুই বোন ই ইউনিভার্সিটিতে পড়ে.......সানির পাকা পাকা কথা শুনতে তাদের আগ্রহের শেষ নাই
নানান কথার পিঠে কথা বলতে বলতে মিনু সানি কে জিজ্ঞেস করলো- "এই, তুমি আমাকে বিয়ে করবা?" এতক্ষন সানি দাঁড়িয়ে ছিলো মিনুর ঠিক সামনে। এবার সে হঠাৎ ঘুরে মিনুর দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে থাকলো। "কি? করবা না?" মিনুর কৌতুহল। "নাহ"- সানির দৃঢ় উত্তর এবার।
মিনু যেয়ে তিনু কে এসব বলতে বলতে হাসতে লাগলো। তিনু এত্ত সহজে ছেড়ে দেয়ার পাত্রী না। সে তখনি সানি কে জরুরী তলব করে পাঠালো।তারপর আবার জিজ্ঞাসা- "তুমি মিনু কে বিয়ে করবা না? "
মাথা নিচু সানির, ঠোটে সামান্য সলজ্জ হাসি চেপে রাখা।
-"কি? করবা না?"
এবার গাম্ভীর্য
--- "না।"
-"কেন?"
---"মিনু আপু কালো।"
মুচকি মুচকি হেসে মিনুর আকুতি
-"কিন্তু তুমি কি জানো যে আমি কত্ত ভালো? তা ও করবা না?"
---"নাহ।"
-"আচ্ছা ঠিক আছে। আর তিনু?ও কেমন? "
---"তিনু আপু ফরসা, মিনু আপু কালো।"
-"তাহলে কা কে বিয়ে করবা? তিনু কে?"
--- "না।"
-"না বললে তো হবে না। দুই জনের একজন কে তো তোমার বিয়ে করতেই হবে। কাকে করবা বলো? "
সানি চুপ, খুব গম্ভীর।
-"কি হল?"
একটু দূরে সরে অন্য দিকে তাকিয়ে সে বলতে লাগলো
---"কাঊ কে ই না। তোমাদের বাসার সবাই কালো। "
মিনু, তিনু- "হি হি হি হি হি......"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




