সেদিন বিকাল ৬:৩০ এর দিকে যে ফোন টা এলো- তা রিসিভ করতেই --- “দেখো, তুমি আমার সাথে ফ্রেন্ডশীপ রাখো বা না রাখো- অন্তত এটা তো বলবা যে..................... ব্লা ব্লা ব্লা......”। আমি বললাম- “আপনি কে?” ওপাশ থেকে- “তুমি আমাকে চেনো না....না? আমি ইমরান.........” আমি puzzled! আমার ফ্রেন্ড ইমরানের voice তো এরকম না! আর সেই ইমরানের কাছে তো আমার ফোন নম্বর ও নেই, even সে তো আমার এতো ক্লোজ ফ্রেন্ড না যে আমাকে হঠাৎ এসব কথা বলবে!!!
এই ইমরান আসলে ফোন করেছিল আলিসার কাছে ।
যাই হোক- পুরো ব্যাপারটায় আমি বেশ মজাই পেলাম। ওরা ইন্টার সেকেন্ড ইয়ার এ পড়ে। টিনএজ এক্সাইটমেন্ট আর কি! ভালই হল- ভুল নম্বর এ কল করার উসিলায় ওদের ঝগড়া মিটে গেলো।
কিন্তু............আসলেই কি ভালো হল? হঠাৎ ভয় লাগলো, সেদিন ব্লগ এ পড়া একটা ঘটনা মনে পড়ে যাওয়ায় - যেখানে একটা ছেলের break up এর পর হতাশা আর বিষন্নতায় ডুবে গিয়ে বিপথে চলে যাওয়ার ঘটনার বর্ননা ছিল। প্রেম প্রত্যাখ্যান, ছ্যাকা বা ইভটিজিং ইত্যাদি কারনে অনেক অপ্রীতিকর, এমনকি আত্মহত্যার ঘটনা- এসবের পেছনে টিনেজ বয়সের অপরিপক্ব আবেগ অনেকটাই দায়ী। তাই মাঝে মাঝে মনে হয় যে- আগের দিনের বাল্যবিবাহই ভালো ছিল
এ যুগের ছেলেমেয়েরা তবু পিছিয়ে নেই। পরিনতি কী হবে তা ভাবার বয়সে পৌছানোর আগেই বাল্যকাল থেকেই প্রেম প্রথার প্রচলন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ঠিক তেমনি সমাজে বহু বিবাহ না থাকলেও – বহু প্রেম এর ঘটনা আছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১১ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




