আমরাই নাকি বিশ্বে দূর্নীতিপরায়ন দেশ। তবু তো আমরা নিজেদের দেশের মধ্যেই আছি- অন্য দেশের মানুষদের ক্ষতি তো আর করতে যাই না। দুইশো বছর আগে ভারতীয় উপমাহাদেশ যখন ছিল, তখন ব্রিটিশ ও অন্যান্য জাতি যেভাবে এ উপমহাদেশ শাসন, শোষণ ও লুটপাট করেছে- তা বোঝার বা রদ করার জ্ঞান বা শক্তি কোনটাই এ জাতির ছিল না। তাই বলে এখনো কি আমরা এতটাই অজ্ঞ ও পশ্চাদপদ থাকবো?
স্যান্টোস নামের একটি বিদেশী প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের একটি চুক্তি করেছে সরকারের জ্বালানি বিষয়ক সংস্থা পেট্রোবাংলা। ফলে নিজের অংশের গ্যাস সরকারের কাছে বেধে দেয়া দামে বিক্রি করতে বাধ্য থাকবে না স্যান্টোস। পরিনামে আমাদের গ্যাস আমাদের কেই কিনে নিতে হবে আন্তরজাতিক বাজার দরে। তাহলে নিজেদের গ্যাস না বিক্রি করে অন্যদের গ্যাস কিনলেই তো হয়!
বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদ অনুযায়ী-
"পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, বর্তমানে সরকার ২.৯ ডলার দরে স্যান্টোসের কাছ থেকে যে গ্যাস কিনছে, সেই দরে ওই পকেট গ্যাস কিনলে তাতে প্রতিষ্ঠানটির লোকসান হবে। তাই তারা তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি চায়। এ অনুমতিই তাদের দেয়া হয়েছে।[http://www.bbc.co.uk/bengali/news/2011/05/110516_mrkbdgas.shtml|View this link|বিস্তারিত]
"
এটা যেন ঠিক দুইশো বছর আগে ইংরেজ কোম্পানি কে যেভাবে শুল্কমুক্ত বানিজ্য করার সুযোগ দেয়া হয়েছিল (যার পরিনতি তে তারা উপমাহাদেশ এর শাসন ক্ষমতা দখল করে )- ঠিক তেমনি বোকামির পুনরাবৃত্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




