বাংলাদেশে চোর বাটপার দুর্নীতিবাজ খুনী ঋনখেলাপী মতপ্রকাশ বা পরিচয় প্রকাশ করতে পারে, কিন্তু ইসলামপন্থিদের মুখ সেলাই করার ব্যাপারে সুশীল (?) রা বড়ই উচ্চবাচ্য। রাজাকার রাজাকার উচ্চারন করতে করতে তারা মুখ ব্যাথা করে ফেলেছেন। ব্লগে রাজাকারদের নিষিদ্ধ করতে হবে.. ...শুনলে আপনাদের মূর্খতার জন্যে কাষ্ঠহাসি হাসি। যে মতপ্রকাশের স্বাধীনতার বুলি তুলে সাংবাদিকরা অবলীলায় সত্যমিথ্যার ব্যবধান তুলে দেন, যে বহুদলীয় গনতন্ত্রের কথা বলে সন্ত্রাসকে জায়েজ করেন, যে যুক্তিবাদের ফেনা তুলে দিনভর সেমিনার করেন, এরা সবই তর্কে-ভোটে-চালে হেরে গেলে যখন নিজেদের মাইনকা চিপায় নিজেরা পড়েন, তখন অসভ্য জংলীর মত আচরন করেন।
তর্ক চাইলে আসুন (যদিও মনে করি, বিশ্বাসে বস্তু মিলায়.. .. ..)। আলোচনা করতে চাইলে ওয়েলকাম। ব্যাখ্যা শুনতে চাইলে তো আমরা খুশী।
কিন্তু এরকম গায়ের জোরে কাজ করতে চাইলে..... .. ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে...যার স্বাদ আপনারা অনেকবার চেখে দেখেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


