আমাদেও অণুকাগজ
প্রথম বর্ষ : প্রথম সংখ্যা
১৭ ভাদ্র ১৪১৫ বাং :০১ সেপ্টেম্বর ২০০৮ খ্রি:
দিকে দিকে শুধু দল বাধার প্রবণতা। সবাই দল বাঁধতে চাই। রাজনৈতিক দল, চোরের দল, পুলিশের দল, ডাকাতের দল, সেনা দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্র দল, মাফিয়া দল, চোরাকারবারির দল.সন্ত্রাসীদের দল। দলে দলে মিলে দল পাকায়। রাষ্ট্র শাসন থেকে শুরু করে প্রাত; ভ্রমন সব কিছুতে মানুষের দল। যেন আদিম মানুষের মতো খাদ্য সংগ্রহ করতে অথবা পশুর আক্রমনকে প্রতিহত করতে সবাই দলবেঁধে একাট্টা হয়। সেই অবস্থা থেকে মানুষ অতিক্রম করেছে প্রায় ৫ হাজার বছর। অথচ এখনও মানুষ পরনির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি। স্বাধীন হতে পারেনি।
আমাদের জানা ইতিহাসের ৫ হাজার বছরের শ্রম ঘাম মেধা দিয়ে কতোটা এগিয়েছে সে? তাকে কেন আদিম মানুষের মতো দল বাঁধতে হয়। সে তো মানবিক চেতনা দিয়ে আর এক মানুষকে প্রেমে শ্রদ্ধায় ভালোবাসায় আদরে আবেগে অনুূভূুতিতে কাছে টানবে। পাশে থাকবে। কিšতু ঘটনা অন্যরকম! মানুষ দলে দলে দল বেঁধে শক্তি ক্ষমতা মতাদর্শগত আধিপত্য প্রতিষ্ঠার জন্য শিং উঁিচয়ে পশুর মতো ছুটছে প্রতিপক্ষের দিকে। হায়নার মতো একত্রে কামড়ে ছিঁড়ে ফেলবে প্রতিপক্ষকে। এই ছেঁড়াছিঁড়ির তালেই দিন মাস ক্ষণ কেটে যায়। অন্যদিকে অবশিষ্টদের গড়তে হয় শান্তির জন্য যুদ্ধ বিরোধী দল। একদল যুদ্ধ করবে; অন্যদল যুদ্ধের বিরোধিতা করবে। একদল ডাকাতি করবে, আরেকদল পুলিশ হবে। দলাদলির এই বৈশ্বিক ফাঁকিবাজিতে কেটে যায় ছোট জীবনের সবটা সময়।
যদি কখনো হতো দল থেকে ছুট। নিজের মতো করে পৃথিবীটাকে দেখা, জীবনের ক্ষণগুলোকে নিজের মতো করে উপভোগ করা । নিজের ভালোবাসা প্রেম সকলের মাঝে ছড়িয়ে দেয়া , দলহীন আধিপত্যহীন শৃখলহীন এক নতুন বিশ্বের পথে হেঁটে যাওয়া।
দেলোয়ার জাহান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




