আমরা কয়েকজন প্রেম করতাম কিন্তু পাঁচ বছরের মধ্যে কখনও দেখিনি, শুনিনি যে সিমু প্রেম করে। তিন বছর ধরে আমরা সবাই ঢাকাতে।
গত বছরের শেষের দিকে সিমু কেঁদে কেঁদে আমাকে জানাল যে সে প্রেম করতো রিমা সরকার নামের একটি হিন্দু মেয়ের সাথে। রিমার সাথে আমাদের সকলের পরিচয় ছিল। রিমার বিয়ে ঠিক হয়েছে, তিন দিন পর বিয়ে। সিমু ও পলাশ কলকাতা গিয়ে রিমাকে নিয়ে পালিয়ে সোজা আমার বাড়িতে এল। আমি দেরি না করে মৌলভী দ্বারা বিয়ের কাজ শুরু করে দিলাম। মৌলভী যখন রিমাকে মুসলিম বানানোর জন্য আরবিতে দোয়া দরুদ পড়তে বলছেন তাকে অনুসরণ করে তখন রিমা সবই উচ্চারণ করছে তবে খুব কান্নাকাটিও করছে। এর পর নোটারি পাবলিক, তার পর কাজী অফিস। সিমুর বাবা-মা, রিমার মা, আত্মীয়-স্বজন এদের বিয়ে মেনে নিলেন।
অনেক আগেই রিমার বাবা মারা গিয়েছেন। আছেন শুধু মা।
[গাঢ়]রিমা শুধু সিমুর জন্য বিসর্জন দিয়েছ্লে মা, ধর্ম ও দেশ। এখন রিমার অনেক অনেক সুখ। তারপরও দেখি রিমা কি যেন ভাবে। দেখতে বড় উদাস লাগে। রিমার মুখের দিকে তাকালে মনে হয় আমার প্রেমিকা মৌমিতা বাংলাদেশে না এসে ঠিকই করেছে।[/গাঢ়]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


