কবি(অস্বীকার পর্ব)
তারা বলে আমি কবি , আমি অস্বীকার করি
আমি কবি নই...
কবি তো তারাই যাদের জন্য পথ ছেড়ে দেয়
পৃথিবীর মানুষ। যাদের শব্দ সুগন্ধে
সম্মোহিত হয় মেঘরাশি,ফুলে ফেঁপে বৃষ্টি নামায়।
কবি তো সে,যার পদ স্পন্দনের জন্য অপেক্ষা করে
নিরব রাস্তা। কেঁপে কেঁপে উঠে প্রতি পদে পদে। আর চারধারে
সবুজ মাঠ,গভীর নদী,শ্যাওলা পুকুর স্বাগত জানায় কবির
মুখের হাসি দেখবার জন্য।
আর সমান্তরালে দাঁড়ানো বৃদ্ধ-যুবক চোখের জলে বরণ করে
কবিকে,কবির শেষ পদ চিহ্ন এর জন্য যুদ্ধ লাগে তরুণ দলে,
তরুণীরা ঝাঁপ দেয় শীতল অনলে কবি বিরহে।
তারা আমাকে উপহাস করে,কবিতা লিখতে বলে,
আমি এক কোঁপে কেটে দিতে পারব সাতটি নরমুন্ড।
আমি এক ঝড়ে বদলাতে পারি পৃথিবীর মানচিত্র।
আমি এক শাঁষে চেসে ফেলব সাত মহাসাগর।
একটি কবিতা লিখতে পারি না।
তারা বলে আমি কবিকে চিনি,আমি চুপ করে থাকি...
অনেক দিন বয়েছে আমার কবি কে খুঁজে,
আনেক রাত কেটেছে কবিতা জ্বরে,
অনেক স্বপ্ন দেখেছি আমি কবিকে নিয়ে,
অনেক আকাশ পেতেছি আমি কবিতা ঘোরে।
কবিকে খুঁজে পাই নাই কোথাও,কোনোখানে।
তারা বলে আমি মুল্যহীন,আমি স্বীকার করি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




