আজ ও কাল হরতাল
কাল চশমা টা কেন গেল হঠাত ভেঙ্গে,
তাই ডাকলাম আজ হরতাল...
বিশাল লর্ডস ময়দানে কিংবা আইফেল টাওয়ারের নিচে
তা না হলে আমাদের পল্টনে অথবা নেহাত
আমার বাসার নিচের খোলা মাঠটাতে,যদি তাও না হয়
নিদেন উঠোনটাতে হবে জ্বালাময়ী বিশাল সমাবেশ।
আজ পরীক্ষা দিতে গিয়ে কেন ভাই গেল কলম টা ফুরিয়ে
তাই ডেকে দিলাম কাল হরতাল। সকাল-সন্ধ্যা-রাত
বের হবে না গাড়ি,চলবে না ঘড়ি;জ্বলবে না,তামাক উড়বে না পরী।
তাই র্যাবগুলোকে বলে দিলাম,সাবধান হবে না কথার নড়বড়
বের হলে কেউ মাছি বা মশা,সাধ দিবে মিটিয়ে বের হবার।
রমনা পার্কে আসে কেন রমনীরা,
তাই হরতাল চাই,চাই-ই কালকে।
কালকে কেউ ওরা রেশম বুনবে না,
তারা সুতা বানাবে না,কেউ জাল বুনবে না,
জেলেরা মাছ ধরবে না,মাছেরা গান করবে না,
গানেরা সুর ধরবে না,সুরেরা জাল বুনবে না,
জেলেরা মাছ ধরবে না...
কাল হরতাল তাই...
দিনের সভ্যরা দেবে না চুকচুক,চায়ের কাপে চুমুক।
বিকেলের সভ্যরা বসবে না আড্ডায়,মরা বুড়িগঙ্গার ঘাটটায়।
রাতের সভ্যরা বুঝবে না বেশ,রাত কিভাবে হয়ে গেল শেষ।
আর সব বেলার অসভ্যরা গিলবে না গোগ্রাসে যা খুশি তাই,
নুনমাখা বাসি ভাত,নারী অথবা এক টাকার সস্তা বিড়ি বা বিষ-বেদনার বড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




