স্বীকারোক্তি ১
সত্যি বলছি, একদন্ড ও মিথ্যে নয়।
আমি তোমাকে ভালবেসেছিলাম। প্রচন্ড;
ঠিক ওই শেষ বিকেলের সূর্যটার মত;
তুমি কি দেখনি আমার শোক আর তোমার বেদনার
রং এ পশ্চিম আকাশ রক্তিম হল;
তুমি কি বোঝনি তোমার জন্য পাঠিয়েছিলাম
ঝাঁকে ঝাঁকে অথিতি পাখি; তোমাকে ফিরিয়ে আনবে বলে;
পারে নি ওরা। ধীরে ধীরে তুমি আমার,
রাত নিয়ে এলে।
কবিতা-৪
অনেক ত মিটিল সাধ,
তুমি আমি আর জ্যোতস্নার মাঠ।
মনে কি হয়নি, সময় হয়েছে এখন
আকাশের চাঁদ জোছনা ছড়ায় যখন,
একটু নড়ে একটু চড়ে মৌসুমী হাওয়া
বৃষ্টি কাঁদায় বর্ষা মাখায় শহরের ধোঁয়া।
অনেক ত ভাঙ্গিল বাঁধ,
তুমি আমি আর পাহাড়ের ছাদ।
আছ কি এখনো নদীতে
শেষ দেখেছি যখন শরতে
শরত গিয়েছে কবে, নির্জলা শহরে-
নেমেছে বর্ষা সন্ন্যাস বহরে।
এখনি হয়েছে সময় থেকো না নদীতে
ঝরছে সমুদ্র শহরের অলিতে-গলিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




