তুমি চলে যাবে
একদিন হবে অবসান,
মাঝে মাঝে মাথার ভেতর অদ্ভুত পোকারা
কিলবিল করে, বলে – তুমি চলে যাবে। ।
তখন সবকিছু অচেনা লাগে, সব আয়োজন বৃথা মনে হয়;
সব ভালবাসা শুকনো বোধ হয়, সব দায়িত্ব অসাড় হয়।
একদিন এই ব্যস্ত সড়কে আমি আর পা ছাড়ব না,
একদিন এই কষ্ট প্রহরে আমি আর গাইব না,
একদিন এই রাত দুপুরে আর কবি সাজব না
একদিন এই বিষন্ন সন্ধ্যায় আর কাঁদব না।
সেইদিন তোমার দুয়ার খুলে রেখো,
সেইদিন তোমার আঁখি মুছে রেখো।
সেইদনি তোমার বসন এলো করো না,
সেইদিন তোমার মুখে হাসি রেখো।
মাথার ভেতর এখন প্রায়ই অদ্ভুদ পোকা গুলো
কিলবিল করে, বলে – তুমি চলে যাবে।
একদিন এক সন্ধাবেলায়, একরাতে সব ধীর জানালায়,
একশ কোটি ওই তারার মেলায়, আমিও রব ওই সীমানায়।
একদিন সব মোহ মিছে হবে,
একদিন সব কোলাহল বিলীন হবে,
একদিন সব আনন্দ মিছে হবে,
একদিন সব অপ্রাপ্তি আপন হবে।
সেইদিন আমাকে আর খোঁজ না পথের ধারে,
সেইদিন আমাকে আর ডেকো না স্বপ্ন পারে,
সেইদিন হবে সব অবসান,
তুমি চলে গেলে, তুমি চলে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




