ভাবতেছি, মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়া একটা বই লিখমু। এইটা নিঃসন্দেহে একটা বড় কাজ হবে। টাকা-পয়সাও ভালো আসবে পকেটে। তাই, এখন থেইকাই কিছু পয়েন্ট লেইখা রাখতাছি, যা এই বইয়ে বিস্তারিত আসবে।
পয়েন্ট গুলো হলোঃ
*১৯৭১ মুক্তিযুদ্ধের বছর নয়, গন্ডগোলের বছর
*২৫ মার্চ গণহত্যা হয়নি, পিটুনি অভিযান হইছে।
*এইটা মূলত পাক-ভারত যুদ্ধ
*শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী
*৭ মার্চের ভাষণে মুজিব “জিয়ে পাকিস্তান” বলেছেন
*শেখ মুজিব বাংলার স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন
*২৫ মার্চ রাতে মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে করাচীতে গিয়ে আরাম-আয়েশে জীবন কাটিয়েছেন।
*আল-বদর আল্লাহর দল, জামায়াত ইসলাম খোদা প্রেরিত দ্বীন ইসলামের রক্ষাকারী।
*অস্থায়ী সরকারের মন্ত্রীরা ভারতে গিয়ে মদ আর নারীতে ডুবে ছিলেন
*মুজিব নয়, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং স্বাধীনতার একমাত্র ঘোষক
*মেজর ডালিম, ফারুক সহ ১৫ আগস্টের বিপ্লবীরা ছিলেন সূর্য সন্তান
*গোলাম আযম প্রকৃত ভাষা সৈনিক
*দেশে কোন যুদ্ধপরাধী নাই
*মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ নয়, তিন লাখ
উক্ত বইয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেনঃ বীর উত্তম কাদের সিদ্দীকি, বীর উত্তম একে খন্দকার, বীর প্রতীক সৈয়দ মোঃ ইব্রাহীম, বীর বিক্রম শমশের মুবীন চৌধুরী।
উক্ত বই সম্পাদনা ও প্রকাশনা করবেঃ প্রথমা প্রকাশন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


