
১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং স্বাধীন ভারতের অনেকটা সময়ধরে নেতৃত্ব দানকারী দল অর্থাৎ ভারতীয় কংগ্রেস দলের নেতৃত্বের পরিবর্তন আসছে। শুধু নেতৃত্বে পরিবর্তনই নয় পরিবারতন্ত্র থেকে বের হচ্ছে দলটি। যেটা সকলেই ইতিবাচক হিসেবেই দেখছে।
বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতেকটিতেই পরিবারতন্ত্র বিরাজ করছে। আওয়ামীলীগ, বিএনপি এবং জাতীয় পার্টি কোন দলেই গণতন্ত্র নেই; দলের সভাপতি নির্বাচনে কেউই হাসিনা, খালেদা এবং ততকালীন এরশাদ বর্তমানে জি এম কাদেরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখেনা কেউ করত চাইলেও তার রাজনীতি চির জীবনের জন্য শেষ।
যে দলের ভিতরেই নেই গণতন্ত্র সেই দলগুলো কি করে দেশের গণতন্ত্র রক্ষা করবে? তারাই গণতন্ত্রের কথা বলে, তারাই সুষ্ঠু নির্বচনের কথা বলে! এখন সময় এসেছে পরিবার তন্ত্র থেকে বের হয়ে অন্যদের সুযোগ করে দেওয়ার। হাসিনা, খালেদা এবং জি এম কাদেরের উচিৎ হবে নিজেরা স্বেচ্ছায় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে গোপন ভোটের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত করা।
গান্ধী পরিবার ভারতীয় কংগ্রেস দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে অন্যদের আসার সুয়োগ করে দিচ্ছে; সেরকম কিছু করতে আমরা কি পারবো?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





