
'চাটুকার এর সমার্থক শব্দ তোষামোদি, মোসাহেবি, তেল মর্দনকারি ইত্যাদি ইত্যাদি। যিনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সত্য-মিথ্যা, আসল-নকলে মিশেলে উর্ধ্বতনকে তুষ্ট করছেন তিনি তা জেনেবুঝেই করছেন। যাকে তুষ্ট করছেন তিনিও এটা জেনেবুঝে বিষয়টি উপভোগ করছেন এবং আত্মতুষ্টিতে হাবুডুবু খাচ্ছেন এবং চাচুকারকে প্রভূভক্ত কুকুর বানিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন এবং তাকে দিয়ে নানা ধরনের অপকর্ম করাচ্ছেন।
মানুষের সহজাত প্রবৃত্তি হলো উচ্চাকাঙ্খা, উচ্চলক্ষ্য। সেই প্রবৃত্তিকে চরিতার্থ করতে গিয়ে অহেতুক, অতিরিক্ত বা অনুপস্থিত গুণাবলির প্রশংসা করার মাধ্যমে লাভবান হওয়া আমাদের সমাজের স্বাভাবিক চিত্র যা সমাজের নৈতিক অবক্ষয়ে বহিপ্রকাশ।
সবারই ভালো মন্দ দুই দিকই থাকে। কারো ভালোর পরিমান বেশি কারো মন্দের পরিমান বেশি। বর্তমানে ভালো অর্জনগুলোকে মোসাহেবরা অন্ধকারে নিমজ্জিত করছে।
কে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, কে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, কে শ্রেষ্ঠ রাজা-বাদশা এটা নির্ধারণ করা কি জাতিসংঘের কাজ? আমাদের গন্তব্যের শেষ কোথায়?
ছবি সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২৪১০২০২২।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




