
আপনি জীবনে সবই অর্জন করতে পারবেন কিন্তু "বীর মুক্তিযোদ্ধা" এই শব্দ দুটি শত চেষ্টা করেও অর্জন করতে পারবেন না। কারণ সেই সুযোগ আর আপনার কাছে নেই এবং আসার সম্ভাবনাও নেই; এ সুযোগ এসেছিল একবারই সেটা ১৯৭১ সালে। যারা নিজ পরিবার পরিজন রেখে শত দুঃখ-কষ্ট যন্ত্রণা সয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তারাই জাতির বীর সন্তান "বীর মুক্তিযোদ্ধা" ।
অপরাধ করলে শাস্তি পেতে হবে কেউই আইনের উর্ধে নয়। সমাজে আমরা অনেক অসংগতি দেখি; সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ক্ষেত্র বিশেষে কদাচিৎ আইনের আওতায় আসলেও তাদের থাকেনা হাতকড়া অথবা কোমরে দড়ি, তারা থাকে রাজকীয় হালে। অনেক সময় দেখা যায় বড় কর্তা অথবা নেতার সংগে বিভিন্ন অনুষ্ঠানে গলাগলির ছবি-সেলফী। পক্ষান্তরে এক "বীর মুক্তিযোদ্ধার" কোমরে দড়ি ও হাতকড়া দেখলাম। তার বড় অপরাধ তিনি বিরোধী পক্ষের রাজনীতির সংগে জড়িত।
ওসি সাহেব তার (মুক্তিযোদ্ধার) গায়েবী অপরাধ টের পেলেন অথচ তিনি যে একজন "বীর মুক্তিযোদ্ধা" সেটি টের পেলেন না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাজনৈতিক পরিচয় যদি বিরোধী পক্ষ অর্থাৎ বিএনপি হয় তাহলে মুক্তিযোদ্ধার কোমরে দড়ি বাধা ও হাতকড়া পরানো যায়!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




