অতিসম্প্রতি সালে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দ্য পয়েন্ট টকশোতে আলোচক হিসেবে অংশ নেয় কালা মানিক। সেখানে মানিক আন্দলোনরত ছাত্র-জনতাকে রাজাকার ও রাজাকারের বাচ্চা বলে এবং বলে দেশে ৪ কোটি রাজাকার আছে। আলোচনার একপর্যায়ে মানিক সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর বারবার ক্ষিপ্ত হয় এবং অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যায়িত করে।
একনজরে কালা মানিক :
শামসুদ্দিন চৌধুরী মানিক পুরা নাম আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। লোকজন তাকে কালা মানিক নামেই বেশি চেনে। এই কালা মানিক প্রচন্ড মুসলিম বিদ্বেষী এবং কট্টর আওয়ামীলীগার। ২১ জন বিচারককে ডিঙ্গিয়ে কালা মানিককে বিচারপতি নিয়োগ দেয় হাসিনা।
কালা মানিক এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিল। সেই প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক শাহুদুল হক বলেছিলেন যে ট্র্যাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় যার ফলশ্রুতিতে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে, যা তাকে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়। পরে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা লাভ করে ফলে হক চাকরি ফিরে পায়।
কালা মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণির টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণির আসনে বসে লন্ডনে যায়। এই মানিক লন্ডনে মোট ৩২,০০০ ব্রিটিশ পাউন্ড দিয়ে তিনটি বাড়ি কেনে, বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি এমনকি ইহা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করেনি।
অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলার রায় লিখেছিল; তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া ১৬১ টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল।
এদের বিচার করা এখন সময়ের দাবি।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১২