
কিছু ছাগল জ্বলেপুড়ে মরছে; তারা এখন গুজব ছড়াইতেছে বর্তমান সরকারের বিরুদ্ধে। এরা আওয়ামী সময়ে উচ্ছিষ্টভোগী ছিল। এরা বিষ্টা খেতে না পেয়ে হাউকাউ করছে। এরা কোন ভাবেই বর্তমান সকরারকে মানতে পারছেনা । এরা হাসিনার সময় তাদের বিরুদ্ধে কোন কথা বললেই রাজাকার ট্যাগ লাগাইতো। এরা কথায় কথায় বিএনপি জামাত বলতো। এরা সব সময়ই ভাবতো পুরো দেশটা ওদের আব্বার। এরা কথায় কথায় বিরোধী মতকে পাকিস্তানে যেতে বলতো। এরা এখনো স্বীকার করেনা যে, হাসিনা পরিবারের হাজার কোটি টাকা পাচার করার কথা। এরা বিশ্বাস করেনা রেহানা জয় রেদওয়ান কমিশন খেতো।
এরা ১ মাসেই ড. ইউনুসের কুটসা গাওয়া শুরু করেছে। এরা বলছে এটা করলোনা সেটা করলোনা? কিন্তু এরা যে ১৫/১৬ বছরে সবকিছু ধ্বংস করেছে সেটা জঞ্জাল মেরামত করতে সময় লাগবে সেটা না বলে উল্টো জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বিভিন্ন জায়গাতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করছে অর্থাৎ পুরো দেশে ওরা নৈরাজ্য সৃষ্টি করেছে অথবা করার চেষ্টা করছে। এরা অগ্নিসন্ত্রাসী।
ব্লগেও ৮/৯টা গুজবলীগ আছে এরাও ড. ইউনুসের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভ্রান্ত ছড়াচ্ছে। কেউ কেউ ড. ইউনুসের নোবেল নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। করবেই তো হাসিনার গোয়েবলস মন্ত্রী হামাও নোবেল নিয়ে উল্টাপাল্টা বলেছিল; সুতরাং গোয়েবলসের সাগরেদরাও তো একই সুরে ভ্যা ভ্যা ম্যা ম্যা করবে এটাই স্বাভাবিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


