ভালোভাবেই শেষ হলো সনাতনীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা কিন্তু দুর্গাপূজা ভালো ভাবে শেষ হওয়ায় অনেকেই বড্ড হতাশ হয়েছে; পূজা নিয়ে তারা ট্রামকার্ড খেলতে চেয়েছিল কিন্তু ট্রামকার্ড খেলার পরও সফল হতে পারেনি। হাসিনা রেজিমের পতন মেনে নিতে না পারা এদেশীয় কিছু গণমাধ্যম হিন্দু নির্যাতনের গালগল্প ফলাও করে প্রচার করেছে। যদিও তা গুজব ছাড়া কিছু নয়।
হাসিনার পতনের পর তারা জুডিশিয়াল ক্যুর অপচেষ্টা করে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু নির্যাতন কার্ড নিয়ে খেলা শুরু করেছিল। ভারতের বিজেপি নেতা নরেন্দ্র মোদীও হাসিনা রেজিমের পতন মেনে নিতে পারেনি তারাও বাংলাদেশে সংঘ্যালঘু নির্যাতন ফানুস উড়িয়ে এবং বাংলাদেশের কিছু দিল্লির সেবাদাসকে কাজে লাগিয়ে সেই সংগে ভারত এবং বাংলাদেশের কিছু তাবেদার গণমাধ্যমকে ব্যবহার করছে।নরেন্দ্র মোদী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফের নেতৃত্বে কমিটি গঠন করেছে ; সেই কমিটি গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ পূর্ব ভারতের বিএসএফের ইস্টার্ন কমান্ড ও স্থলসীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে। প্রতিবেশি দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে কমিটি গঠন করা ঔদ্ধ্যত্য ছাড়া কিছু নয়।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কার্ড ব্যবহার করে কিছু নিরীহ হিন্দুদের ভারতে নিয়ে সিমান্তে রেখে ‘শরণার্থী’ হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে দেখাতে চাচ্ছে হাসিনা ছাড়া বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয় সেই সংগে মোদী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কার্ড ব্যবহার করে ভারতে পড়ন্ত হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ঘটানোর চেস্টা করছে।
অথচ এই মোদীই গত নির্বাচনী প্রচারে মোদির ১৭৩ ভাষণের মধ্যে ১১০টিতে মুসলিম বিদ্বেষ বক্তব্য দিয়েছে, মোদীর সময়ে গুজরাট দাঙ্গায় হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে, মোদী গং দের নেতৃত্বেই বাবরী মসজিদ গুড়িয়ে দিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এই মোদীর আমলেই গরুর মাংস খাওয়ার অপরাধে শতাধিক মুসলিমকে হত্যা করা হয়েছে, এই মোদীর সময়েই মুসলমানদের চেয়ে গরুর মূল্য বেশি হয়েছে যেখানে গরু রক্ষার জন্য মুসলিম হত্যা পূর্ণের কাজ। সেই মোদীই আবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে চিন্তিত!
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে ; ফ্যাক্টচেক-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গুজবে সয়লাব এক্স সেগুলো অধিকাংশই ভারতীয় একাউন্টস।
এইসব গুজব এবং ভারতীয় প্রপাগান্ডা সেই সংগে আওয়ামী অপশক্তিকে রোখার জন্য জনগণ তথা সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে নচেৎ ওরা বাড়া ভাতে ওরা পানি ঢেলে দেবে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৮