
"নটী" শব্দটির অর্থ হলো "নৃত্যশিল্পী" বা "অভিনেত্রী"। এটি মূলত সংস্কৃত শব্দ "নট" (নৃত্য) থেকে এসেছে, যার স্ত্রীবাচক রূপ হলো "নটী"।
"নটী" শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহার করা হয়:
নৃত্যশিল্পী: যে নারী নৃত্য করে, বিশেষ করে শাস্ত্রীয় বা লোকনৃত্য।
অভিনেত্রী: যে নারী মঞ্চ বা চলচ্চিত্রে অভিনয় করে।
এছাড়াও, "নটী" শব্দটিকে কখনো কখনো "খেলনা" বা "নৃত্যকৌতুককারী" অর্থেও ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
"এই নটী খুব সুন্দর নাচের মুদ্রা ব্যবহার করে।"
"সিনেমার এই নটী খুব জনপ্রিয়।"
সমাজে প্রচলিত 'নটী'র আরও বহুবিধ দুরাচার অর্থ রয়েছে। যেমন—পতিতা, গণিকা, ছিনাল, বারাঙ্গনা, বিনোদিনী ইত্যাদি কদর্য বিশেষণ।
আজ থেকে ৫০/১০০ বছর আগেও বঙ্গদেশে বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো যাত্রাপালা। সারাদেশে প্রায় সব মৌসুমে নানাধর্মী যাত্রাপালার আয়োজন হতো। এসব পালায় নাচগানের পাশাপাশি বিভিন্ন নাটক মঞ্চস্থ হতো। এ নাটকগুলোতে যেসব মেয়ে অভিনয় করতো, তাদেরকেই 'নটী’ বলা হতো। এই নটীদের মধ্যে যারা সুন্দরী এবং অভিনয়ে করিৎকর্মা, অভিনয়ের সুবাদে বাজারে তাদের বেশ নাম ডাক ছড়াতো। তার নাম শুনেই দশ গাঁয়ের লোকজন জমায়েত হতো যাত্রা প্যান্ডেলের নিচে। সমাজের উচ্চ শ্রেণির লোকজনের কাছে তার নটীপনা 'অন্যরকম’ চাহিদা তৈরি করতো।
এছাড়াও নটী শব্দের আরো অর্থ আছে যেমন, দুষ্টু, দুষ্ট, নষ্ট, দামাল, অশ্লীল, নিন্দনীয়, দুষ্টুমিপূর্ণ, নচ্ছার, ডোকরা, অবাধ্য, দুরন্ত, অশালীন, অসভ্য, দুর্দান্ত, বদ, পাজি, দুঃশীল, বদমাশ ইত্যাদী।
বুকটা ফাইট্যা যায় খ্যাত এক এমপিকে কেন্দ্র করে নটী শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম তখন তথাকথিত কিছু সুশীল আমাকে ধুয়ে দিলো। কতৃপক্ষ আমাকে ব্যন করলো সে এক হুলুস্থুল ব্যপার। একটা কথা মনে রাখতে হবে যখন আমরা কোন মাধ্যমে লিখবো তখন অবশ্যই পতিতা, গণিকা, ছিনাল ইত্যাদী অর্থে নটী ব্যবহার করবোনা এটাই তো হওয়া উচিত, আপনি কী বলেন?
(নেট থেকে সংকলিত)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



