
ট্রাক্টর গাজি ব্লগার এ পথের পথিক-এর এক মন্তব্যের প্রতি উত্তরে বলেছেন "আপনার ব্লগিং'এর নমুনা দেখলাম: ১ বছর ৮ মাসে ৫৯ পোস্ট লিখেছেন, ৮৫ টি মন্তব্য পেয়েছেন। আমি ৩ মাস পেছনের পাতায় লিখে সাড়ে ১৬০০ মন্তব্য পেয়েছি। আপনি অবশ্যই গার্বেজ লিখছেন, আপনি ৯০ ভাগ অথর্ব ব্লগারদের দলে আছেন। এখন কথা হলো বেশি লাইক পাওয়া বা বেশি মন্তব্য পাওয়া লেখা উচ্চমার্গের হওয়ার কারণ নয় বরঞ্চ বেশি লাইক পাওয়া বা বেশি মন্তব্য পাওয়া চটুল লেখার পরিচয় বহন করে। ব্লগে আমি খেয়াল করেছি ভালোমানের লেখা কেউই পড়েনা বা পড়তে চায়না, সেখানে মন্তব্য ও লাইক উভয়েরই খরা দেখা যায়। এখনে একটা বিষয় বুঝতে হবে ট্রাক্টর গাজি বাতিল মাল তার কাজই হলো ব্লগে রাতদিন পড়ে থাকা যা তাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয় পক্ষান্তরে সিংহভাগ ব্লগার কোন না কোন কাজের সংগে জড়িত তার শখের বসে ব্লগে আসেন তাই জ্ঞানগর্ভ লেখা তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই লেখা সম্ভব হয়না; লিখতে গেলে পড়তে হবে এটা নিশ্চয় চাঁদ গাজি জানেন?
যাইহোক ট্রাক্টর গাজির কামই হলো অন্যকে হেয় করা। উনি সব সময়ই বলেন বাকশাল বোঝার মতো একজন মানুষও নেই বাংলাদেশে তবে উনি কিছুটা বোঝেন এই আরকি! বাংলাদেশে মানুষ প্রশ্নফাঁশ জেনারেশন তাই তারা গ্রেজুয়েশন করে নিউইয়র্কে গাড়ী চালাচ্ছে ও আরব যাচ্ছে উট চরাতে। এমনকি সোস্যাল মিডিয়ায় লেখার মতো জ্ঞানী লোকও নেই। আজকের সভ্যতায় আপনার, বাংলাদেশিদের স্হান কোথায় (?) তানিয়েও উনি প্রশ্ন করেছেন!
উনাকে আমি বলেছিলাম আম্লিগের লুটপাট ও বিদেশে টাকা পাচার নিয়ে পোস্ট দিতে কিন্তু ট্রাক্টর গাজি বার বার এবিষয় এড়িয়ে গেছেন, বিএনপি চুরি বিষয় লিখেছেন বাট আম্লিগের কোন অপকর্ম যেমন চুরি, ডাকাতি, লুটপাট বিদেশে টাকা পাচার নিয়ে কোন পোস্ট দেননি বা দিতে চাননা; এটা হলো তার বিরাট এক সমস্যা, একপেশে মনোভাব সেই সংগে ধর্মের খাউজানি তো আছেই!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


