আপনি যদি আপনার MySQL রুট password ভুলে গিয়ে থাকেন তাহলে এই পোষ্ট আপনারই জন্য। MySQL-এর রুট password পরির্বতনের জন্য আপনাকে অবশ্যই এর সাথে যুক্ত থাকতে হবে। যদি আপনি আগে থেকেই রুট password জানেন আর এটি নতুন করে সেট করতে চান তাহলে আপনি এই অংশটুকু স্কিপ করে যান। আর যদি না জানেন তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। MySQL-এক্সেস করার জন্য এর authentication process বাইপাস করা সম্ভব।
১। টারমিনাল থেকে কমান্ডের মাধ্যমে MySQL server বন্ধ করুন।
sudo /etc/init.d/mysql stop
২। MySQL server রিস্টার্ট করুন।
sudo /etc/init.d/mysql restart
৩। নেটওয়ার্ক disable করা এবং authentication procedure বাইপাস করতে টাইপ করুন
sudo mysqld –skip-grant-tables –skip-networking
৪। পাসওয়ার্ড নতুন করে সেট করতে নিচের কমান্ড দিয়ে MySQL-এ কানেক্ট হোন।
sudo mysql mysql -u root (MySQL-এর সিস্টম ডাটাবেজ 'mysql' এর সাথে কানেক্ট হওয়ার জন্য)
৫। পাসওয়ার্ড নতুন করে সেট করতে নিচের কমান্ড দিন।
UPDATE user SET password=PASSWORD('নতুন পাসওয়ার্ডটি এখানে দিন') WHERE user="root";
৬। পরিবর্তনগুলো কার্যকর করার জন্য টাইপ করুন...
FLUSH PRIVILEGES;
৭। আপনি যদি MySQL মেনুয়ালী স্টার্ট করে থাকেন (authentication process বাইপাস করার জন্য) তাহলে আপনাকে অবশ্যই MySQL সার্ভার রিস্টার্ট করতে হবে।
sudo /etc/init.d/mysql restart
ব্যাস হয়ে গেল, এখন আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




