বসার জন্য আদিকাল থেকে আমরা কেদারা ব্যবহার করে আসছি । একটি কেদারা বা চেয়ার যে সময়ে সময়ে কি অমূল্য তা নিশ্চয় আপনারা জানেন ।
সুতরাং আমরা সচরাচর আমাদের চারিপাশে দেখতে পাই গতানুগতিক নানান রকমের চেয়ার বা কেদারা । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু শৈল্পিক ডিজাইন সমৃদ্ধ কেদারা । অনেক মনে করতে পারেন বাংলা ব্লগে এই পোস্ট দেবার মানে কি ? তার উত্তরে আমি যেটা বলি আসলে এখানে আমরা সবাই সারাদিন ইন্টারনেটে থাকলে ও সকলের সময় হয় না দুনিয়ার সকল ওয়েব সাইটে যাওয়া । আমার মতে আমরা যে যেই বিভাগে আছি এবং যা নিয়ে থাকি সেটা যদি সকলের সাথে শেয়ার করা যায় তবে অন্য কারো উপকারে লাগলেও লাগতে পারে ।আমার ছবি পুষ্ট এই পোষ্ট যদি আপনাদের ডিজাইন বা ইন্টরিয়রে কোন কাজে লাগে তাহলেই আমার এই পোষ্ট সার্থক হবে ।
* পেন্সিল দিয়ে তৈরী চেয়ার
* ফুলের আকৃতি দিয়ে তৈরী চেয়ার
* পাখির বাসার আকৃতি দিয়ে তৈরী চেয়ার
* হেঙ্গার আকৃতি দিয়ে তৈরী চেয়ার
* সুটকেস আকৃতি দিয়ে তৈরী চেয়ার
*
* বিভিন্ন পশুর আকৃতি দিয়ে তৈরী চেয়ার
* পায়া ছাড়া তৈরী চেয়ার
* প্রকৃতি দিয়ে তৈরী চেয়ার
* ক্যক্টাস গাছের আকৃতি দিয়ে তৈরী চেয়ার
* ডিম দিয়ে তৈরী চেয়ার
* কি চেয়ার জানি না
* আরো কিছু নাম না জানা চেয়ার
এই পোস্টের সমস্ত ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত । কারো কোন লেখা বা আর্টিকেলের সাথে মিলে গেলে আমি দুঃখিত ।
ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




