মৃত মেট্রোপলিটন বেয়ে
তরতরিয়ে উঠছে পদ্ম গোখরা
চল্লিশ বর্গমাইলের মরা শহর সে খাবেনা
দুটো নেংটি ইঁদুর পেলেও চলবে।
পোর্সেলিন টাইলস এর মেঝে
সভ্যতা চুষে খেয়ে যার চকচকে শরীর,
তার গায়ে ইঁদুর থাকবে কেন?
গোখরার মাথা গ্যাছে—অবশ্য ছিলো ই বা কবে!
টারশিয়ারি খাদক দেয়ালে ঝুলছে
চুড়ান্ত খাদক আকাশে ঝুলছে
ঈগল ও কি ক্ষুধায় অন্ধকার দ্যাখে?
সাড়ে ৫ ফুটের দুর্বল কোবরা—
অফ হোয়াইট দেয়ালে পড়ে আছে;
দেখেও না খায় ও না
নাকি খেতে চায়না!
সাড়ে চৌদ্দ তলা কন্ডোমিনিয়ামে
যে গোখরা ইঁদুরের আশায় ওঠে;
ঈগল তাকে AI ভেবেছে!
৭ আশ্বিন, ১৪৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


