মাঝে মাঝে একটা সময় আসে যখন কিছু করতে নেই বলতে নেই ভাবতেও নেই
কারণ কোন কিছুই তখন তোমার অনুকুলে থাকেনা ,
আর দোষ হয় তোমার সবতাতেই।
মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন ভেতর ভেঙ্গে চৌচির,
কারণ ছাড়া কষ্টগুলো ভ্রমরের হুল হয়ে ফোটে ,
চক্ষে ফোটে রক্তজবা ...তবু কান্না আসেনা
লোকে এড়িয়ে যায় যেন...পাষাণ বা জ্বীনের আছড় অনুমানে।
কখনো কখনো নিজেকে এত ছোট লাগে যে ক্ষুদ্রতি ক্ষুদ্র জীববেরা বড় কুস্তিগীর হয়ে চ্যলেঞ্জ জানায় অষ্টপ্রহর....এককোষী এমিবা হয়েও জীবন রক্ষায় ঘর্মাক্ত।
আমার সামনে সমুদ্র নিয়ে এমন এক গান রচনা করছি যার কথা হাড়িয়ে গেছে, যার সুর কখনো ছিলনা, সুকন্ঠীর দল বেদনায় নীল হয়ে নীল সমুদ্র ।
ভাঙ্গতে ভাঙ্গতে পূর্ণ হই আবার পূর্ণ হতেই ভাঙ্গি......রৌদ্র ঝড়ে আলুথালু চন্দ্রালোকে গান......গগনচুম্বি মস্তক মাটির টানে ছোটে.....
হৃদয় আমার নাচে আবার ক্ষানিক বাদেই ভোলে................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




