কত বড় হতে চাই ? অন্যের স্মৃতিতে নিজেকে কেমন দেখতে চাই ? কি কি করে যেতে চাই যাওয়ার আগে? কী দিয়ে যেতে চাই পৃথিবীকে ?
ছোটবেলায় ` জীবনরে লক্ষ্য’ প্রবন্ধ মুখস্থ করে সেই যে পরীক্ষার খাতায় উদগীরণ করেছি , এটা নিয়ে ভাবার সত্যিকার সময় আর হয় না । কিংবা হলেও ভাবনা জুড়ে থাকে কেবল কি পেতে পারি সে হিসেবের জঞ্জাল । তাই ভুলে যাই আমার কিছু দেবার আছে । তার চেয়েও বড় কথা কিছু দেবার ক্ষমতা আমার আছে । নিখাদ স্বার্থপরের মতো এটা চাই , ওটা চাই করতে করতে ভুলে যাই পশুর সাথে মানুষের তফাৎ এখানেই । পশু যেমন নিজের পেট ভরা আর মৈথুন নিয়ে কেবল চিন্তা করে , আমরাও কেবল টাকা চাই , পোশাক চাই , গাড়ি চাই পার্থক্য আমরা বেশি করে চাই , বেশি ভাল জিনিসটা চাই । কিন্তু একবার যদি চিন্তার চ্যানেলটা পাল্টে দেই , আমরা দেখব আমাদের দেয়ার আছে , দেয়ার ক্ষমতা আছে । একবার যদি দেয়া শুরু করি দেখব দেয়ার জন্য যা পাওয়া লাগবে তা আসছে বাই প্রোডাক্ট হিসেবে , আপনা আপনিই ।
শুরু করা যেতে পারে ভাল ব্যবহার দিয়ে ,সুন্দর কথা দিয়ে , দেয়ার অভিপ্রায় দিয়ে । যখন থেকে আমরা দেয়া শুরু করবো , মেধার বিকাশ হবে স্বতঃফৃতভাবে নিজের ব্রেনই তখন হয়ে ওঠবে এক অনন্য প্রাপ্তি । পৃথিবীর সমস্ত প্রাপ্তির যোগ্য হয়ে উঠবে আমাদের ব্রেন । তাই ওপরের প্রশ্নগুলোর উওর খুজে নেওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




