একটি কবিতার গল্প
গভীর কোন ক্ষত ছুঁয়ে কেন বলো;
কেমন আছি?
কর্ণ এবং কুন্তি গল্প কেই বা কাকে বলে বলো!
দুঃখ নদী ছুঁয়ে দেখার সাহস আছে?
জীবন যুদ্ধে পাগলা ঘোড়া কতটা ছোটে, কেমন করে;
তা কি কারও জানা আছে?
মৃত্যু এলে নতুন করে বাঁচতে শেখো!
আমি এগিয়ে গিয়ে হাতটি ছুঁলে যদি ছুড়ে ফেলো!
আমারও আর সাহস হয়... বাকিটুকু পড়ুন







