ফার্স্ট টার্মের এখনো ছ’মাস বাকি তবু বুকে ঝড় তোলে ভয়
কলেজের লনে এইভাবে একা একা আমার কাদার কথা নয়
একমাত্র তুমি আটকাতে পার আমার এই পরাজয়
এখনো তোমার দু’চোখের তারা দেখে বাচতে ইচ্ছে হয়
তুমি কি আজও মুখ ফিরিয়ে নিয়ে বাসে উঠে যাবে চলে
তুমি কি আজও কফি হাউজে যাবে একা কফি খাবে বলে
ফাকা ক্লাস রুমে গান আর গাইবেনা ঘন বর্ষার দিনে
নতুন টিউটোরিয়াল চলে যাবে একা একা চিনে চিনে
আমাকে লেখা চিঠিগুলো ফেলে আর আসবেনা ক্যান্টিনে
চোখে জল এলে রুমাল আর চাইবেনা সিনেমার লাস্ট সিনে
তুমি কি আজ হস্টেল ফিরে যাবে সব ক্লাস শেষ হলে
তুমি কি আজও মুখ ফিরিয়ে নেবে আমি বাজে ছেলে বলে
কথা দিচ্ছি মানসীর সাথে আর বুক ফেয়ারে যাবনা
কিছুতেই কিছুতেই জিনিয়ার কাছে ক্লাস নোট চাইবোনা
খেলার মাঠে চিৎকার করে আর খারাপ কথা বলবনা
সিড়ি দেখা হলে জোর করে চেপে ধরে চুমু খেতে চাইবোনা
তুমি কি তবু এত কিছু স্বত্ত্বেও কালো সানগ্লাস তুলে
প্রতি রবিবার ফের ঢুকে যাবে সেই কমপিউটার স্কুলে
(আমার লেখা নয়। জি বাংলার মীরাক্কেল অনুষ্ঠানে প্রচারিত রজতাভ দত্ত রণি র গাওয়া গান। সবাইকে জানাতে ইচ্ছে হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




