নোনা জলে ভেসে থাকা জীবন
নোনা জলে ভেসে থাকা আমার এ জীবন, আজ খোঁজে কোন তির
যখন খুঁজে পায়না সে, কোন এক তিরেরও সামিল
অস্থিরতার মাঝে পাখা ঝাপটায় অনাবিল
তবু আমি খুঁজি ফিরি মুক্তিরও স্বাদ করে ফেরি
নিরবে সারাদিন
যদি কোনদিন আমি পাখা মেলে উড়তে চাই
তবে কি পাব দেখা তার তরে তিরে সেথায়
এ নোনা জলের মাঝে, শামুকের মত গুটিয়ে
বেঁচে থাকা আগ অবধি শুধুই আমি ছুটতে চাই


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


