আগামী ৩০ নভেম্বর সারাদিন হরতাল, খবরটা দেখে মজা পেলাম খুব।সাথে সাথে মনে হল ইশশশ! আগের মতো যদি স্কুল থাকত তাহলে খুব মজার একটা ছুটির দিন পেতাম।কতো মজাইনা করতাম হরতালের দিন,দুই বেলা খেলার সুজোগ খুব কমই পাওয়া যেত।
যাই হোক মূল কথায় আসি, কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) হরতাল ডাকল ঈদের ঠিক দুই দিন আগে।দলীয় প্রধান বেগম খালেদা জিয়া তার ৫বিঘা জমি হাতছাড়ার কারনে ৫৬০০০বর্গমাইল অচল করে দিলেন।এই নিয়ে প্রবীণ রাজনীতীবিদ ও সাবেক ম্নত্রী নাজমুল হুদা মন্ত্যব্য করায় তিনি হলেন বহিস্কার।
BNP দিনে দিনে ফুরিয়ে যাচ্ছে,তারা প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদের জনপ্রিয়তা নষ্ট করছে।কিছুদিন আগে তারা যে হরতাল ডাকল তা বয়ে আনলো বাড়ীফেরা মানুষের দূর্ভোগ,তারা আবার এমন একটি দিনে হরতাল ডাকলো ওই দিনে রয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ও সমমানের ভর্তি পরীক্ষা।তার আগের দিনও পরীক্ষা রয়েছে।তাহলে আগের দিন দূরদুরান্ত থেকে যারা পরীক্ষা দিতে আসবে তারা আবার কিভাবে ফেরত যাবে?ওই দিনের পরীক্ষা না হয় পিছালো,কিন্তু এতে পুরো রুতিনটার পরিবর্তন করতে হবে,এটা কি এক প্রকার ভোগান্তি নয়?
আসলে আমাদের সরকারী দলও খুব বেশী ভালো ছিল না কোনোকালে,তারা নিজেদের দিকেই তাকিয়ে থাকল আজীবন।দেশ কি তারা আদৌ কখোনো চিন্তা করে দেখেনি।
একটি কৌতুক দিয়েই শেষ করিঃ
“একবার এক জাপানী এক আমেরিকান ও এক বাঙালী নিজনিজ দেশের চিকিৎসা বিঞ্জান নিয়ে কথা বলছিল
প্রথমে জাপানীজন বলল আমাদের দেশে চিকিৎসা এতোই উন্নত যে এক বার এক লোকের ট্রেনে পা কাটা গিয়েছিলো তারপর ডাক্তাররা তার নকল পা লাগিয়ে দেয় এবং সে ওই পা দিয়ে দৌড়ে গোল্ড মেডেল পায়।
সাথে সাথেই আমেরিকানটা বলল,আমাদেরতো তোদের চেয়ে উন্নত।একবার এক লোকের দুই হাত পাই কেটে যায় কিন্তু ডাক্তারদের চিকিৎসাতে সে পরবর্তীতে সাঁতারে গোল্ড পায়
বাঙালীজন বলে উঠলো এ আর এমন কি!আমাদের দেশে একবার দুই কিশোরী রেললাইনে খেলতে গিয়েছিলো এবং তাদের দুইজনেরই মাথা কাটা পড়ে
অপর দুইজনআৎকে উঠে বলল তারপর
বাঙালীটা বলল তারপর আর কি,ডাক্তারেরা মাথার বদলে দুইটা নারিকেলের খোল বসিয়ে দিলো
পরবর্তীতে একজন হল সরকারী দলের প্রধান আর অপরজন প্রধান বিরোধীদলের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




